নিজস্ব প্রতিনিধি: রাঙামাটিতে একদিনে প্রথম ডোজ গণটিকা নিয়েছে ২২ হাজার লোক । সারাদেশে একযোগে এককোটি গণটিকা গ্রহনের জন্য কাগজপত্রবিহীন এই উদ্যোগ নিয়েছে স্থাস্থ্য বিভাগ। রাঙামাটি অধিকাংশ টিকা কেন্দ্রে ঘুরে দেখা গেছে উপচে পড়া ভীড়।
জেলা স্থাস্থ্য বিভাগ সুত্রে জানা গেছে, ২৬ ফেব্রয়ারী শনিবার একদিনে প্রথম ডোজ টিকা নিয়েছে ২২ হাজার ৬ শত ৪৪ জন। সাধারণ মানুষ এনআইডি ও জন্মনিবন্ধন অন্যন্যা সনদ ব্যতীত ঝামেলা এড়াইতে কাগজপত্রবিহীন টিকা গ্রহনের সুযোগ নিচ্ছে । যার প্রেক্ষিতে আগামী ২৭ ও ২৮ ফেব্রয়ারী দুই দিন সকল কেন্দ্রে টিকা প্রদান কার্যক্রম চলবে ।