নিজস্ব প্রতিবেদক: জেলাপ্রশাসকের কক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে ‘সংরক্ষিত চেয়ার’ স্থাপন করা হয়েছে রাঙামাটিতে। জেলাপ্রশাসকের চেয়ারের পাশেই এই সংরক্ষিত চেয়ারটি স্থাপন করা হয়।
সোমবার (৪ সেপ্টেম্বর) সকালে জেলাপ্রশাসকের কক্ষে স্থাপিত সংরক্ষিত চেয়ারে বসে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা হাজী কামাল উদ্দিন এর শুভ সূচনা করেন।
এসময় জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ইকবাল হোসেন চৌধুরীসহ রাঙামাটিতে বসবাসরত বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। বীর মুক্তিযোদ্ধা ও আঞ্চলিক পরিষদ সদস্য হাজী কামাল উদ্দিন বলেন, এটি আমাদের জন্য সম্মানের ও গর্বের। এরজন্য জেলা প্রশাসককে ধন্যবাদ জানান তিনি। মুক্তিযোদ্ধা সংসদ রাঙামাটি ইউনিটের ডেপুটি কমান্ডার ইকবাল হোসেন চৌধুরী বলেন, বর্তমান জেলা প্রশাসকের এমন কার্যক্রম জেলার সকল মুক্তিযোদ্ধাদের সম্মানিত করেছে। জানতে চাইলে জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। জাতির জনক বঙ্গবন্ধুর ডাকে জীবনে বাজি রেখে বীর মুক্তিযোদ্ধাগণ দেশ স্বাধীন না করতেন তাহলে আমরা ডিসি হতে পরতাম না। বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে এ চেয়ার স্থাপন করা হয়েছে। যেখানে শুধুমাত্র বীর মুক্তিযোদ্ধারাই বসবেন।