কবির হোসেন মিজিঃ বাবার কাছে ৫০ হাজার টাকা চাওয়ার পর না পেয়ে বাবাকে হুমকি দিয়েই চাঁদপুরের চান্দ্রায় ৩ মাদ্রাসাছাত্রীকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করার ঘটনা ঘটিয়েছেন বখাটে মিলন। ১৩ অক্টোবর মঙ্গলবার সকালে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে অভিযুক্ত মিলনের পিতা বাচ্চু মিরসহ অন্যান্য স্বজনরা এমনই কথা জানালেন সাংবাদিকদের।
চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়নের দক্ষিণ মদনা গ্রামের বরকন্দাজ বাড়ির বাচ্চু মির জানান, ঘটনার আগে আমার ছেলে মিলন আমার কাছ থেকে ৫০ হাজার টাকা চান। তাকে ৫০ হাজার টাকা দেওয়ার সামর্থ্য আমার নেই। আর তাকে তার দাবিকৃত ৫০ হাজার টাকা দিতে না পারায় সে আমাকে বলেছিল আমাকে যেহেতু টাকা দেন নি তাহলে আমি এমন একটি ঘটনা ঘটাবো তখন দেখবো আপনার টাকা কিভাবে বের হয়। একই ভাবে তার দুজন বোনকে সে এই কথা জানিয়েছেন বলে মিলনের স্বজনরা উল্ল্যখ করেন। তাদের দাবি এবং ধারনা টাকা না পাওয়ার সেই ক্ষোভেই মিলন বরকন্দাজ এমন একটি চ্যাঞ্চল্যকর ঘটনা ঘটিয়েছেন।
এদিকে এলাকায় এমন চাঞ্চল্যকর ঘটনাটি জানাজানি হলে অভিযুক্ত মিলন বরকন্দাজ তারপর থেকেই গা-ঢাকা দিয়ে পলাতক রয়েছেন। ঘটনার ১দিন পর সোমবার দিন রাতে চাঁদপুরের পুলিশ সুপার, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ, ওসি তদন্ত সহ অনেক পুলিশ সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। আসামি পলাতক থাকার কারণে তাকে এখনো আটক করা সম্ভব হয়নি।
মঙ্গলবার বিকেলে ওই নির্যাতিতা ৩ কিশোরীর স্বজনরা অভিযুক্ত মিলন বরকন্দাজের বিরুদ্ধে চুরি ও নারী নির্যাতনের অভিযোগ এনে একটি মামলা দায়ের করেছেন। আর সেই মামলা রুজু হওয়ার প্রক্রিয়াধীন চলছে বলে জানা গেছে।
এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..