রাঙ্গামাটি প্রতিনিধি: আসন্ন পবিত্র রমজান উপলক্ষ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রয় সংক্রান্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল ৫টায় রাঙ্গামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুন, রাঙ্গামাটি পৌরসভা মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী, রাঙ্গামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন প্রমূখ।
প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক মানবিক উদ্যোগ হিসেবে রাঙ্গামাটি পার্বত্য জেলায় ইতিমধ্যে ১লক্ষ ৭৪হাজার ৪০টি পরিবারের জন্য ফ্যামিলি কার্ড উপকারভোগীদের মাঝে বিলি করা হয়েছে।
আগামীকাল সারাদেশের মতো রাঙ্গামাটিতেও টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।