কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে অভিযান পরিচালনা করে এক লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ একটি কাঠের নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার রাতে উপজেলার লাফারঘোনা সংলগ্ন নাফ নদীর তীর এলাকা থেকে ইয়াবাসহ নৌকাটি জব্দ করা হয়। জব্দ ইয়াবার বাজার মূল্য প্রায় ৩ কোটি ৬০ লাখ টাকা। গতকাল বুধবার টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, লাফারঘোনা বরাবর নাফ নদী দিয়ে মিয়ানমার থেকে ইয়াবা একটি বড় চালান প্রবেশ করবে এমন তথ্যের ভিত্তিতে টেকনাফ বিওপির একটি বিশেষ টহলদল নাফ নদীতে অবস্থান নেয়। একপর্যায়ে কয়েকজন ইয়াবা পাচারকারীকে নৌকাযোগে নাফের কিনারায় ভিড়তে দেখে বিজিবি সদস্যরা সতর্ক হয়। পাচারকারীরা দূর থেকে টহলদলের উপস্থিতি লক্ষ্য করে নৌকা থেকে নেমে কেওড়া জঙ্গলের ভেতর দিয়ে পাশ্ববর্তী গ্রামের দিকে পালিয়ে যায়। পরে টহলদলটি নৌকায় তল্লাশি চালিয়ে দুটি ব্যাগের ভেতর থেকে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। বিজিবি ইয়াবাসহ পাচার কাজে ব্যবহৃত নৌকাটি জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবার বাজার মূল্য ৩ কোটি ৬০ লাখ টাকা। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।