ঠাকুরগাঁও প্রতিনিধি : করোনা মহামারি প্রতিরোধে মাক্স ব্যবহার বাধ্যতামূলক হলেও মাস্ক ছাড়া বাড়ীর বাইরে বের হওয়ায় ১৯ জনকে জরিমানা করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও পৌরসভার বাসস্ট্যান্ড,ঠাকুরগাঁও সদর আধুনিক হাসপাতাল, বড়মাঠ,কালীবাড়ি বাজার এলাকায় মাস্ক পরিধান না করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।এ সময় মাক্স ছাড়া ১৯ ব্যক্তিকে আটক করে অর্থদন্ডে দন্ডিত করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার সাহা।
১৯ জনকে বিভিন্ন পরিমানে মোট ৬৫০০ টাকা জরিমানা করা হয়।
সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন বলেন, অন্যান্য উপজেলার তুলনায় সদর উপজেলায় করোনায় আক্রান্তের হার অনেক বেশি। করোনার সংক্রমণ থেকে রক্ষা পাওয়ার সবচেয়ে বড় উপায় হলো মাস্ক ব্যবহার করা এবং নিজেকে জীবাণু মুক্ত রাখা। কিন্তু আমরা অনেকেই তা যথাযথ অনুসরণ করছি না।তাই বাধ্য হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে হচ্ছে।
মঙ্গলবার জেলার রানীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার আফরিদা মৌসুমী ১৫ জনকে অর্থদন্ডে দন্ডিত করেন।
রিপোর্ট:বদরুল ইসলাম বিপ্লব