বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে ১০ কেজি গাঁজা সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদক বিরোধী বিশেষ টাস্কফোর্স। বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুনের নের্তৃত্বে মাদক বিরোধী বিশেষ টাস্কফোর্স শহরের ট্রাক টার্মিনালের এর পার্শ্বে ২৪ নম্বর টিউবওয়েল এলাকায় কুমিল্লা হতে আসা একটি বাসে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা উদ্ধার করে।
ওই গাঁজা নিজেদের ব্যাগে করে পরিবহনের অভিযোগে পুলিশ জেলার রানীশংকৈল উপজেলার মিলন চন্দ্র(২২) ও দুলাল(২৫) নামে ২ যুবককে আটক করে।
মিলন চন্দ্র জেলার রানীশংকৈল উপজেলার দীলিপ কুমারের ছেলে এবং দুলাল হরিপুর উপজেলার মোঃ গোলাপের ছেলে বলে জানা গেছে।
টাস্কফোসের প্রধান উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শককে নিয়মিত মামলা দায়ের করার নির্দেশ দেন।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, ২ ব্যক্তি কুমিল্লা হতে ১০ কেজি গাঁজা নিয়ে সাইফি পরিবহন যোগে ঠাকুরগাঁওয়ে আসছে সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও-দিনাজপুর সড়কের ২৪ নম্বর নলকূপ এলাকায় বাসটিকে আটক করা হয়। যাত্রীদের ব্যাগ তল্লাসী চালিয়ে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে মামলা দায়ের করার নির্দেশনা দেওয়া হয়েছে।