প্রত্যয় ডেস্ক, বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাও প্রতিনিধিঃ ঠাকুরগাওয়ে দুই মামলায় ২২ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে নারগুন ইউনিয়নের কৃষ্ণপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়
আটককৃত রুহুল আমিন ওরফে আল আমিন (৪০) কৃষ্ণপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে। ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম বলেন, রুহুল আমিন ওরফে আল আমিন একজন মাদক ব্যবসায়ী । ২০১৫ সালে ১২ বোতল ফেনসিডিল সহ সে পুলিশের হাতে গ্রেফতার হয়। পরবর্তীতে আদালত থেকে জামিনে মুক্ত হয় । ২০১৬ সালে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আবার আল আমিন আটক হন। এই মামলা থেকেও জামিনে মুক্ত হয় সে।
দুই মামলায় তার বিরুদ্ধে পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়। ২০১৫ সালে একটি মামলায় আল আমিন সাত বছর কারাদণ্ডে দন্ডিত হয় এবং ২০১৯ সালের ১৬ মে সাত হাজার টাকা জরিমানাও করা হয়, যা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
ওসি আরও জানান, ২০১৬ সালের মামলায় রায় হয় ২০১৯ সালের ২২ জানুয়ারি। এই মামলায় আল আমিনের ১৫ বছর সশ্রম কারাদণ্ড হয়। এছাড়া পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডে দন্ডিত হয়।সেই থেকে পলাতক ছিল সে।
মঙ্গলবার বিকালে আদালতে হাজির করা হলে তাকে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হয়।