বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও প্রতিনিধি: ২হাজার পিস ইয়াবা সহ আপন দুইভাইকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। শনিবার (২৩ জানুয়ারী) দুপুরে
গোপন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল মাদক বিরোধী অভিযান চালিয়ে তাদের আটক করে।
গ্রেফতারকৃত-আপন দুইভাই হলেন বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের দূর্গাপুর কাশিডাঙ্গা গ্রামের আব্দুল খালেকের ছেলে মোঃ নিরব আলী (২৬) ও মোঃ বিপ্লব আলী (২৮)।
ডিবির ওসি রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে তাদের বাড়িতে মাদক বিরোধী অভিযান চালানো হয়। তাদের বাড়িতে তল্লাসী চালিয়ে ২,০৩২ (দুই হাজার বত্রিশ) পিস হালকা গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সেই সাথে ইয়াবা সংরক্ষন ও বিক্রির অপরাধে ২ভাইকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বালিয়াডাঙ্গী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।