বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ডিবি পুলিশের অভিযানে ৭০ বোতল ফেন্সিডিল সহ মো: সোহেল রানা(৪২) এবং সুমন আলী (২৯) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
শনিবার দিবাগত রাত ১১.৫০ ঘটিকার সময় ঠাকুরগাঁও ডিবি পুলিশের একটি টিম রাণীশংকৈল উপজেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে
রাণীশংকৈল থানার ০৩নং হোসেনগাঁও ইউনিয়নের কেউটান (রাউতনগর) গ্রামের মোঃ সোহেল রানা (৪২) এর বাড়িতে অভিযান চালায়। এ সময় মোঃ সোহেল রানার কাছ থেকে ৫০ বোতল ও মোঃ সুমন আলী এর নিকট হতে ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। ডিবি পুলিশ জানায়, আটককৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবত এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল।
এ ঘটনায় রাণীশংকৈল থানায় একটি মামলা হয়েছে। মামলা নং-১২, তাং-১৪/০৩/২০২১ ইং, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিলের ১৪(গ)।
গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।