ঠাকুরগাঁও প্রতিনিধি: জেলার পীরগঞ্জে টাঙ্গন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একরামুল হক নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার দুপুরে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা বাজারদেহা এলাকায় টাঙ্গন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে ট্রাক্টরযোগে অন্যত্র নিয়ে যাবার সময় ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম অভিযান চালিয়ে ট্রাক্টর ও শ্রমিকদের আটক করে এবং ভ্রাম্যমান আদালত বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে অর্থদন্ডে দন্ডিত করে।
দন্ডিত একরামুল হক ওই উপজেলার রঘুনাথপুর গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র একরামুল হক ছেলে।
সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম জানান, দন্ডিত ব্যক্তি দীর্ঘদিন যাবত বিক্রির উদ্দেশ্যে টাঙ্গন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করে আসছিল।গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয় এবং ভ্রাম্যমান আদালত বসিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেন।২০১০ এর বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তাকে জরিমানা করা হয়েছে।জরিমানার টাকা তাৎক্ষনিকভাবে আদায় করা হয়েছে।
রিপোর্ট:বদরুল ইসলাম বিপ্লব