বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ২ হাজার ৮শ ৮০ পিস ইয়াবা, ফেন্সিডিল, মাদক বিক্রির নগদ টাকা ও ৫ টি মোবাইল ফোন, ১টি ট্যাব সহ ২ মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পীরগঞ্জ থানা পুলিশ। বুধবার তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।
পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় জানান, উপজেলার ভেবরা গ্রামের মৃত পশির উদ্দীনের ছেলে মাদক সম্রাট ইমাম (৫১) ও একই ইউনিয়নের সিন্দুর্ণা গ্রামের শামসুল হকের ছেলে সাদেকুল (৩২) দীর্ঘদিন ধরে মাদক ব্যাবসা চালিয়ে আসছিল। পুলিশের চোখ ফাকি দিয়ে ব্যবসা করার এক পর্যায়ে মঙ্গলবার রাতে ইমামের বাড়িতে অভিযান চালায় এক দল পুলিশ । এ সময় ২ হাজার ৮শ ৮০ পিচ ইয়াবা, ৫টি মোবাইল ফোন, একটি ট্যাব, ২ বোতল ফেন্সিডিল ও মাদক বিক্রির ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়। সেই সাথে গ্রেফতার করা হয় মাদক ব্যাবসায়ী ইমাম ও সাদেকুলকে।
এ ঘটনায় পীরগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা করা হয়েছে। দুপুরে তাদেরকে ঠাকুরগাঁও জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ইমামের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলেও জানান পীরগঞ্জ থানা পরিদর্শক (ওসি) প্রদীপ কুমার রায়।