প্রত্যয় ডেস্ক, বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা ডি এন সি এর মাদক বিরোধী অভিযানে তাজু বেগম (৫৫) নামে এক বৃদ্ধাকে ২০ বোতল ফেন্সিডিল আটক করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর ) দুপুরে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার কুশলডাঙ্গী গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় ।
জানা যায়, গোপন সংবাদের খবরের ভিত্তিতে ঠাকুরগাঁও ডিএনসির একটি চৌকষ টিম বালিয়াডাঙ্গী উপজেলার কুশলডাঙ্গী গ্রামে মাদক বিরোধী এক অভিযান পরিচালনা করে। এ সময় ২০ বোতল ফেন্সিডিলসহ তাজু বেগম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। ডিএনসি ইন্সপেক্টর মোঃ শরিফুল ইসলাম জানান, আটক নারী জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করে।
এ ঘটনায় বালিয়াডাঙ্গী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে।