প্রত্যয় ডেস্ক, বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ৭০ বোতল ফেন্সিডিলসহ ময়নুল ইসলাম ওরফে মনুল (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
শনিবার (৭ নভেম্বর) দিবাগত রাত ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের ঝাড়বাড়ি গ্রামের একতা ইটভাটার সামনে তাকে আটক করে ডিবি পুলিশ। এ সময় একটি বস্তায় ৭০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।এছাড়াও মাদক পরিবহন কাজে ব্যবহৃত ডায়াং কোম্পানীর ১২৫ সিসি একটি মোটরসাইকেলও জব্দ করে ডিবি। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী রাণীশংকৈল উপজেলার গন্ডগ্রাম (গাড়পাড়া) এলাকার মো: কাদিম উদ্দিনের ছেলে।
তবে এসময় পালিয়ে যেতে সক্ষম হয় বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী (গড়িয়ালী) গ্রামের দবিরুল ইসলামের ছেলে মাদক কারবারি টেনিয়া মোহাম্মদ (৪৫)।
ফেন্সিডিল সহ মাদক কারবারি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও ডিবি পুলিশের ওসি মো: রফিকুল ইসলাম।
ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো: রবিউল ইসলাম জানান, ফেন্সিডিলের একটি বড় চালান রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের ঝাড়বাড়ি গ্রামের একতা ইটভাটার সামনের রাস্তা দিয়ে পরিবহন করা হবে এমন গোপন সংবাদে অবগত হয়ে জেলা ডিবি পুলিশের একটি টিম এলাকায় ওৎ পেতে থাকে। রাত এগারোটার দিকে ওই রাস্তা দিয়ে মোটর সাইকেল যোগে দুইজন মাদক ব্যবসায়ী মটর সাইকেলের মাঝখানে বস্তায় করে ফেন্সিডিল নিয়ে যাওয়ার সময় তাদের পথরোধ করা হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে মটর সাইকেল ও ফেন্সিডিলের বস্তা ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ডিবি ধাওয়া করে একজনকে আটক করে। তবে এ সময় পালিয়ে যেতে সক্ষম হয় তার অপর সহযোগী।
এ ঘটনায় ডিবি পুলিশ বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে রাণীশংকৈল থানায় একটি মামলা দায়ের করেছে ।