নিজস্ব প্রতিবেদক: পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে তুলা গবেষনা,তুলা চাষ সম্প্রসারণ বাজারজাতকরণ চ্যালেঞ্জ এবং সম্ভবনা শীর্ষক কর্মশালা । ৭ ডিসেম্বর বুধবার জেলা পরিষদের এনেকস ভবনে সকল ১০ ঘটিকায় প্রধান অতিথি বক্তব্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসু্ই প্রুু চৌধুরী বলেন,তুলা চাষে কৃষকদের উৎস সৃষ্ট্রি করার জন্য আগামী তিন বছর রাঙামাটি জেলা পরিষদ কোন শুল্ক নিবেন না।
তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক কৃষিবিদ মোআখতারুজ্জমান সভাপতিত্বে বক্তব্য রাখেন পরেশ চন্দ্র চাকমা প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা রাঙামাটি জোন।তপন কুমার পাল, উপ পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাঙামাটি।ড.আলতাফ মাহমুদ মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা খাগড়াছড়ি পার্বত্য জেলা ,মো: নাসিম হায়দার ,অতিরিক্ত পরিচালক কৃশি সম্প্রসারণ অধিদপ্তর রাঙামাটি অঞ্চল ,অংসুই ছাইন চৌধুরী আহবায়ক তুলা উন্নয়ন বোর্ড ও সদস্য রাঙামাটি জেলা পরিষদ । তিন পার্বত্যজেলা থেকে তুলা উন্নয়ন বোর্ডের কর্মকর্তা প্রান্তিক তুলা চাষীেরা তাদের বক্তব্য তুলে ধরনে। যশোর থেকে আগত তুলা ইন্ডাষ্ট্রির প্রতিনিধি আনন্দ কুমার দাশ তুলা চাষে সফলতা সর্ম্পকে তুলে ধরেন।