1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  4. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  5. shanto.hasan000@gmail.com : রাকিবুল হাসান শান্ত : রাকিবুল হাসান শান্ত
  6. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  7. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  8. riyadabc@gmail.com : Muhibul Haque :

দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে জুয়া খেলার সামগ্রী সহ ১২ জন জুয়ারী গ্রেফতার

  • Update Time : রবিবার, ২ মে, ২০২১
  • ২৫০ Time View

শাহিন আহমদ,সিলেট প্রতিনিধি:

০১/০৫/২০২১খ্রি: তারিখ রাত ১০.৪৫ ঘটিকায় সহকারী পুলিশ কমিশনার, দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেট এর দিক-নিদের্শনায় অফিসার ইনর্চাজ এর নেতৃত্বে এসআই(নিঃ)/কাজী রিপন সরকার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ দক্ষিণ সুরমা থানাধীন জৈনপুর রোডস্থ বাছির মিয়ার পয়েন্টের চায়ের দোকান ঘরে/জুয়ার আসরে অভিযান পরিচালনা করিয়া আইপিএল চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ানস এর টি-টুয়েন্টি ক্রিকেট ম্যাচ চলাকালীন টাকার বিনিময়ে খেলার ফলাফল বল প্রতি ছয়-চার এবং উইকেট পতনের আগাম ঘোষনা দিয়ে জুয়ার আসর বসাইয়া জুয়া খেলারত অবস্থায় আসামী ১। কবির আলী (৪১), পিতা-মৃত লতিফ উল্লাহ, সাং-বাসিয়া, পো: লতিবপুর, থানা-ওসমানীনগর, জেলা-সিলেট, বর্তমানে-শিববাড়ী, আজমল আলীর বাসা, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট, ২। মো: আ: শহিদ (৩২), পিতা-মৃত হাফিজ উল্লাহ, সাং-ধনপুর, পো: লতিবপুর, থানা-ওসমানীনগর, জেলা-সিলেট, বর্তমানে- শিববাড়ী, আজমল আলীর বাসা, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট, ৩। মো: রুবেল মিয়া (২৪), পিতা-মৃত মো: আশিক মিয়া, সাং-কামালপুর, থানা-আজমেরীগঞ্জ, জেলা-হবিগঞ্জ, বর্তমানে-শিববাড়ী, আনছার মিয়ার বাসা, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট, ৪। মো: আব্দুর রহিম (৩৩), পিতা-মৃত আ: রহমান, সাং-শিববাড়ী, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার, বর্তমানে-শিববাড়ী, আনছার মিয়ার বাসা, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট, ৫। মো: জসিম (২১), পিতা-মৃত মো: রাশেদ মিয়া, সাং-কামালপুর, থানা-আজমেরীগঞ্জ, জেলা-হবিগঞ্জ, বর্তমানে- শিববাড়ী, সিরাজের কলোনী, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট, ৬। মো: সোহেল মিয়া (৩২), পিতা-জগলু মিয়া, সাং-ভাটিদল, থানা-দিরাই, জেলা-সুনামগঞ্জ, বর্তমানে- শিববাড়ী, ইসমাইলের কলোনী, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট, ৭। রুজিল (২০), পিতা-জনাব আলী, সাং-ভূরমপুর, পো: আমরীয়া, থানা-দক্ষিণ সুনামগঞ্জ, জেলা-সুনামগঞ্জ, বর্তমানে-বদরুল মিয়ার কলোনী, শিববাড়ী, জৈনপুর, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট, ৮। আলাল মিয়া (১৯), পিতা-মৃত শহিদ মিয়া, সাং-শিববাড়ী, ইসমাইল মিয়ার বাড়ী, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট, ৯। মো: আলাল মিয়া (২০), পিতা-শুকুর আলী, সাং-ধরকান, থানা-ওসমানীনগর, জেলা-সিলেট, ১০। মো: আলম (২৫), পিতা-মো: সেলিম, সাং-আটুভাঙ্গা, থানা-ফেঞ্চুগঞ্জ, জেলা-সিলেট, বর্তমানে-শিববাড়ী, জৈনপুর, সিরাজ মিয়ার কলোনী, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট, ১১। আলী হোসেন (৩৫), পিতা-মৃত তৈয়ব আলী, সাং-জৈনপুর, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট, ১২। মো: জহির মিয়া (২৪), পিতা-তজুম আলী, সাং-শিববাড়ী, জৈনপুর, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেটদেরকে আটক করা হয়।

আসামীদের দখলে থাকা (ক) ০১টি কালো রংয়ের ৩২ ইঞ্চি ওয়ালটন র্স্মাট টিভি, যাহার মডেল নং-WE4-DH32-BY220 , (খ) টেবিলের উপর হইতে ০১টি পেষ্ট কালারের পুরাতন শপিং ব্যাগের ভিতরে রক্ষিত সর্বমোট-২,৮৮৫/-টাকা, উপরোক্ত (ক) নং আলামত টিভিতে আইপিএল এর চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ানস এর টি-টুয়েন্টি ক্রিকেট ম্যাচ চলাকালীন টাকার বিনিময়ে খেলার ফলাফল বল প্রতি ছয়-চার এবং উইকেট পতনের আগাম ঘোষনা দিয়ে নুনতম অনুমান ১০/-টাকা থেকে ৫০০/-টাকা পর্যন্ত বল প্রতি জুয়া খেলারত অবস্থায় ধৃত আসামীদের দখল ও হেফাজত হইতে উপস্থিত সাক্ষীদের সম্মূখে ০১/০৫/২০২১খ্রিঃ তারিখ ১১.১৫ ঘটিকায় এসআই/কাজী রিপন সরকার জব্দ তালিকা মূলে জব্দ করেন। ধৃত আসামী’দের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানার মামলা নং-০১, তারিখ-০২/০৫/২০২১খ্রিঃ, ধারা-১৮৬৭ সনের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ রুজু করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মো: মনিরুল ইসলাম, অফিসার ইনচার্জ, দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেট।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..