প্রত্যয় ওয়েব ডেস্ক :
দক্ষিণ আফ্রিকায় দীর্ঘ দিন থেকে বিদ্যুৎ চুরি করে দোকান পরিচালনা করে আসায় একজন বাংলাদেশী নাগরিককে পুলিশ গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছে।
দেশটির পুমালাংগা প্রদেশের এয়ার মেলো এলাকায় মেজবাহ উদ্দিন ফারুক নামে এক বাংলাদেশী নাগরিক দীর্ঘ দিন থেকে বিদ্যুৎ চুরি করে দোকান পরিচালনা করে আসছিলো।বিষয়টি স্হানীয় বিদ্যুৎ বিভাগে জানাজানি হওয়ার পর বিদ্যুৎ বিভাগ অবৈধ সংযোগ বিছিন্ন করে নতুন সংযোগ দেওয়ার জন্য বেশ কয়েকবার তাগাদা দেয়।কিন্তু দোকান মালিক এসব আইন কানুনের তোয়াক্কা না করে বিদ্যুৎতোর অবৈধ সংযোগ অব্যাহত রেখে দোকান পরিচালনা করে আসছিলো।গত দুই সাপ্তাহ আগে বিদ্যুৎ বিভাগ দোকান মালিক মেজবাহ উদ্দিন ফারুকে অবৈধ বিদ্যুৎ সংযোগ চালানোর দায়ে অভিযুক্ত করে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করে।এই বাংলাদেশেরী গত দুই সাপ্তাহ ধরে জেল হাজতে আঠক রয়েছেন।
উল্লেখ,মেজবাহ উদ্দিন ফারুক ইসলামিক ফোরাম অব আফ্রিকার প্রথম নির্বাচিত সভাপতি।২০১৪ সালে সংগঠনের সভাপতি থাকাকালীন বায়তুল মালের টাকা আত্মসাৎ করার অভিযোগ প্রমাণিত হলে কেন্দ্রীয় জামায়াতের এক নির্বাহী আদেশে তাকে ইসলামিক ফোরাম থেকে বহিষ্কার করা হয়।গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত তিনি এবি পার্টির দক্ষিণ আফ্রিকা কমিটি গঠনের জন্য কর্মকান্ড চালিয়ে আসছিলেন।