দক্ষিণ আফ্রিকায় সাইফুল ইসলাম নামে একজন বাংলাদেশী নাগরিক নিজেকে দক্ষিণ আফ্রিকা যুবলীগের নেতা পরিচয় দিয়ে ব্যক্তিগতভাবে প্রভাব কাটিয়ে নিজ পার্টনারকে দোকান থেকে বের করে দিয়ে একক ভাবে দোকান দখল করে নিয়েছে।
চাঞ্চল্যকর এই ঘটনাটি সম্প্রতি দক্ষিণ আফ্রিকার প্রশাসনিক রাজধানী প্রিটোরিয়ায় সংগঠিত হয়েছে।জানা যায়,সাইফুল ইসলাম নুর নামের চট্টগ্রামের মিরসরাই উপজেলার এক বাংলাদেশীর ব্যবসায়িক পার্টনার ছিল সাইদুল ইসলাম নামে একই এলাকার আরেকজন বাংলাদেশী নাগরিক।সাইদুল ইসলাম দেশে জমি বিক্রি করে ৪ লাখ রেন্ড সমপরিমাণ অর্থ সাইফুল ইসলামকে দিয়ে দোকানের অর্ধেক পার্টনার ক্রয় করে।দোকানটি প্রিটোরিয়ার সানি সাইড এলাকায় অবস্থিত হওয়ার কারণে দোকানের ব্যবসা বানিজ্য খুব ভালো ছিল।সাইফুল সাইদুল বেশকিছু দিন ঠিকভাবে পার্টনারে ব্যবসা পরিচালনা করে আসছিলো।
একসময় সাইদুল তার আপন ছোটভাইকে দোকানে রেখে দেশে আসার কিছু দিন পর সাইফুল সাইদুলের ছোট ভাইকে চুরির অভিযোগ দিয়ে দোকান থেকে বের করে দিয়ে নিজে একক ভাবে দোকান দখল করে নেয়।এই খবর শুনে সাইদুল দেশ থেকে এসে সাইফুলের কাছে এর কারণ জানতে চাইলে সাইফুল নিজেকে যুবলীগের নেতা পরিচয় দিয়ে তার পার্টনার সাইদুলকে মেরে ফেলার হুমকি দিয়ে দোকানে ডুকতে দেয়নি।
এইদিকে সহায় সম্বল হারিয়ে সাইদুল ইসলাম প্রভাবশালী বাংলাদেশীদের দারস্থ হয়ে কোন বিচার না পেয়ে গত কিছু দিন আগে দক্ষিণ আফ্রিকা থেকে দেশে চলে আসে।দেশে এসেও কোন বিচার পায়নি সাইদুল কারণ তার পার্টনার সাইফুল ইসলাম নুরের ভাই সেলিম উদ্দিন আওয়ামীলীগ নেতা!
যুবলীগ দক্ষিণ আফ্রিকা জানিয়েছেন, সাইফুল ইসলাম নুর নামে তাদের কোন নেতা বা কর্মী নেই।
তথ্য ও ছবি বাংলাদেশি ভয়েস অফ সাউথ আফ্রিকা থেকে সংগৃহীত।