নিজস্ব প্রতিবেদক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনারের (ডিসি) নতুন কার্যালয় উদ্বোধন করেছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম। শনিবার দুপুরে ২০/সি, নূর ফাতাহ লেন, ঢাকেশ্বরী রোডে লালবাগ বিভাগের ডিসির কার্যালয়ের উদ্বোধন করেন তিনি। ডিএমপি কমিশনার বলেন, আইনের নির্মোহ প্রয়োগের মাধ্যমে দুষ্টের দমন ও শিষ্টের পালন ডিএমপির লক্ষ্য। অপরাধী যেই হোক না কেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাকে আইনের আওতায় আনতে বদ্ধপরিকর।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মীর রেজাউল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) কৃষ্ণপদ রায়, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) এ কে এম হাফিজ আক্তারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উল্লেখ্য, ১০ নম্বর বংশাল রোডের লালবাগ ডিসি কার্যালয়টি জরাজীর্ণ হয়ে পড়ায় স্থানান্তর করে ২০/সি, নূর ফাতাহ লেন, ঢাকেশ্বরী রোড লালবাগ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের বিপরীতে ভাড়াভবনে নেয়া হয়েছে।