নাটোর প্রতিনিধিঃ আপন বড় ভাইয়ের ইটের আঘাতে ছোট ভাই মিজান (৩৮) খুন হয়েছে। ঘটনাটি ঘটেছে নাটোরের লালপুর উপজেলার দুয়ারিয়ায়। সে কাশেমপুরের মৃত আহম্মদ আলীর ছেল। এঘটনায় তার আপন বড় ভাই দুলাল কে আটক করেছে লালপুর থানা পুলিশ। বৃহস্পতিবার (১০সেপ্টেম্বর) সকালে উপজেলার দুয়ারিয়া ইউপির কাশেমপুর এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয়সূত্রে জানাগেছে, সকালে পারিবারিক কলহের জেরে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে বড় ভাই দুলাল তার ছোট ভাই মিজানের মাথায় ইট দিয়ে আঘাত করে। তারফলে সে মাটিতে পড়ে যায়।পরে স্থানীয়রা এসে গুরত্বর আহত আবস্থায় তাকে উদ্ধার করে ঈশ্বরদী হাসপাতালে নেওয়ার সময়ে পথেই তার মৃত্যু হয়।
এব্যাপারে লালপুর থানার ওসি সেলিম রেজা জানান, ‘ঘটনাস্থল পরিদর্শ করে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতের ভাইকে জিজ্ঞাসবাদের জন্য থানায় আনা হয়েছে।’
এই রিপোর্ট লেখা পর্যন্ত এ ব্যাপারে লালপুর থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছিলো।
এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..