প্রত্যয় নিউজ ডেস্ক: রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।
বুধবার ভোরে দক্ষিণখানের কাওলা ছান্দারটেক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- জহিরুল ইসলাম টিটু (৩২), রাশিদুল ইসলাম ওরফে হৃদয় (২৩), আল মাহমুদ (২৫) ও মুজাহিদ (১৮)।
এটিইউর পরিদর্শক হারুন অর রশিদ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতার মাহমুদ হিযবুত তাহরীর ঢাকা মহানগরী ও গাজীপুর দক্ষিণ এলাকার দায়িত্বে ছিলেন। তারা খিলাফত প্রতিষ্ঠার উদ্দেশ্যে বিভিন্ন প্রচারণা ও অনলাইনে সম্মেলন করে আসছিলেন। এছাড়া জননিরাপত্তা বিপন্ন করার জন্য বিভিন্ন সময়ে একত্রিত হয়ে ষড়যন্ত্র করে আসছিলেন।
এ সময় তাদের কাছ থেকে ১০টি মোবাইল ফোন, একটি সিপিইউ, বিপুল পরিমাণ উগ্রবাদী বই, বিভিন্ন কন্টেন্টের প্রিন্ট, অনলাইন কন্টেন্টের পিডিএফ, হিযবুত তাহরীর মিডিয়া উলাইয়াহ বাংলাদেশের প্রকাশনা, বই, লিফলেট এবং হাতে লেখা ডায়েরি জব্দ করা হয়।
তাদের বিরুদ্ধে দক্ষিণখান থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা (নং-৪০) হয়েছে।