নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হোটেল এরাম ইন্টারন্যাশনালের বারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ মদ জব্দ করেছে ভ্যাট গোয়েন্দা দল। আজ শুক্রাবাদ এলাকায় ওই বারে অভিযান চালানো হয়। প্রতিষ্ঠানটি সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মদ ও বিয়ার বিক্রি করছিল। গত ১৯ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত হোটেল বার বন্ধ রাখার নির্দেশনা দিয়েছিল।
ভ্যাট গোয়েন্দার দল জানায়, গত কয়েক মাসে শূন্য বিক্রয় দেখিয়ে মোহাম্মদপুর সার্কেলে ভ্যাট রিটার্ন জমা দিয়েছে। কিন্তু হোটেল এরাম প্রাঙ্গণ থেকে জব্দকৃত বাণিজ্যিক কাগজ থেকে জানা যায় তারা ওইসব মাসে মদ তারা বিক্রয় করেছেন। এসংক্রান্ত বিক্রি চালানের কপি পাওয়া গেছে। এতে সরকারের ভ্যাট ফাঁকির অপরাধ সংঘটিত হয়েছে। একই সাথে প্রাঙ্গণের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা মদ ও বিয়ারের স্বপক্ষে কোন বৈধ কাগজ দেখাতে পারেননি প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। এসব মদ ও বিয়ার হোটেলের ছাদ, মেঝে ও গ্যারেজের বিভিন্ন স্থানে লুকায়িত ছিল।
এসময় ৩৭৪ বোতল বিদেশী হুয়িস্কি এবং ৩ হাজার ৬৭২ ক্যান বিদেশী বিয়ার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের মূল্য প্রায় ১ কোটি টাকা। প্রতিষ্ঠানটির বিভিন্ন কাগজপত্র জব্দ করা হয়েছে।