নিজস্ব প্রতিনিধি : র্পাবত্য চট্টগ্রাম উত্তর বন বভিাগ র্কতৃক লংগদু উপজলোয় বন্যহাতি দ্বারা ক্ষতগ্রিস্থদরে মাঝে ক্ষতপিূরণ বাবদ মোট ৩,৪৭,০০০/- (তনি লক্ষ সাতচল্লশি হাজার) টাকার চকে প্রদান করা হয়ছে।
২২ মার্চ মঙ্গলবার লংগদু উপজলোর ভাসাইন্যাদম ইউনয়িন পরষিদ প্রাঙ্গনে বভিাগীয় বন র্কমর্কতা অজতি কুমার রুদ্র এঁর সভাপতত্বিে এক সভা অনুষ্ঠতি হয়।
সভায় প্রধান অতথিি হসিবেে উপস্থতি ছলিনে রাঙ্গামাটি জলোর সুযোগ্য জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান। প্রধান অতথিি ক্ষতগ্রিস্থ ৩০টি পরিবার চেক তুলে দেন। র্সবচ্ছো ৫০,০০/- (পঞ্চাশ হাজার) টাকার মাসুদ মিয়া, পিতা-গফুর শরীফ, গ্রাম-হাজাছড়া, ১নং ধামাইছড়া, উপজলো-বরকল। তিনি বন্যহাতির আক্রমনে গুরুতর আহত হয়েছে এবং পরে সুস্থ হন। দ্বিতীয় জন র্সবোচ্চ ৪০,০০০/- (চল্লশি হাজার) টাকার চেক পান মল্লিকা বেগম, স্বামী-মৃত কালা ময়িা, গ্রাম-১০নং রাঙ্গাপানছিড়া উত্তর পাড়া, লংগদু । বন্যহাতির আক্রমনে তার একটি গরু মারা যায় এবং বসতবাড়ী ক্ষতগ্রিস্থ হয়।
চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ভাসাইন্যাদম ইউনিয়ন বাসিন্দাদের ভূয়সী প্রশংসা করে বলেন কক্সবাজার, চট্টগ্রাম ও শেরপুর এলাকায় ৭/৮টি বন্যহাতি বিদ্যুতায়ন হয়ে অস্বাভাবিক মৃত্যুবরন করে । সেই ধরনের ঘটনা এতদাঅঞ্চলে ঘটেনি আগামীতওে ঘটবে না। তিনি এলাকার মানুষকে প্রকৃতি বান্ধব ও হাতি বান্ধব উল্লখে করে হাতি মানুষ দ্বন্ধ নিরসনে সরকাররে পক্ষ থকেে সবধরণরে সহযোগতিার আশ্বাস প্রদান করনে।
সভাপতি অজতি কুমার রুদ্র তাঁর বক্তৃতায় বলেন, হাতি-মানুষ দ্বন্ধ নিরসনে ইতোমধ্যে ভাসাইন্যাদম এলাকায় ব্যাপক জনসচতেনতা সৃষ্ঠরি লক্ষ্যে ইআরটি বা এলফ্যিান্ট রসেপন্স টমি গঠন করা হয়েছে, হাতি আক্রমণ করলে কিংবা লোকালয়ে আসলে জনগনের করণীয় সর্ম্পকে হাট-বাজারে লিফলেট প্রদান করা হয়েছে। এলাকাবাসীসহ সকল শিক্ষক, মসজিদের ইমাম, গন্যমান্য ব্যক্তদিরে প্রশক্ষিণ প্রদান করা হয়েছে। এলাকাবাসীকে সর্তকীকরনরে নিমিক্তে মাইকিং করা হয়েছে।
সভায় সকল বক্তাগণ হাতি অধ্যুসিত ভাসাইন্যাদম এলাকায় র্দীঘদিন ধরে অবরুদ্ধ হয়ে থাকা হাতির দলকে র্পাশ্বর্বতী পাবলাখালী বন্যপ্রানী অভয়ারণ্য এলাকায় স্থানান্তররে ব্যবস্থা গ্রহণ, ক্ষতপিূরণরে পরমিাণ কম , হাতির খাবার উপযোগী বাগান সৃজন, সোলার প্যানেল স্থাপনসহ ব্যাপক আকারে প্রকল্প প্রণয়ন, এতদাঞ্চলে হাতির অভয়ারণ্য এলাকা বা র্পাক প্রতষ্ঠিা, ভাসাইন্যাদম এলাকাকে বিদ্যুৎয়ান করা ইত্যাদি কার্যক্রম গ্রহণ এর উপর গুরুত্ব আরোপ করনে।