নিজস্ব প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আয়োজনে ১মবারের মতো “পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড আন্তঃফুটবল টুর্ণামেন্ট-২০২২ অনুষ্ঠিত হয়েছে। ২১ আগস্ট, রবিবার সকাল সাড়ে ৮.৩০ ঘটিকায় রাঙ্গামাটিস্থ বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুস্ শুকুর স্টেডিয়াম, রিজার্ভ বাজার এ অনুষ্ঠিত হয়। উক্ত টুর্ণামেন্ট পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে মোহাম্মদ নুরুল আলম চৌধুরী (অতিরিক্ত সচিব), সদস্য প্রশাসন ইফতেখার আহমেদ (যুগ্মসচিব), সদস্য পরিকল্পনা মোঃ জসীম উদ্দিন (উপসচিব)সহ বোর্ডের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া জেলা ক্রীড়া সংগঠক প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়া কর্মী উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পর সকল সাড়ে ৮.৩০ ঘটিকার সময় রাঙ্গামাটির টিম বনাম খাগড়াছড়ি টিম খেলা অনুষ্ঠিত হয়। রাঙ্গামাটি টিম ০২ গোলে খাগড়াছড়ি টিমকে পরাজিত করে। বিকাল ৪ ঘটিকায় রাঙ্গামাটি টিম বনাম বান্দরবান টিমের সাথে খেলা অনুষ্ঠিত হবে।
আগামীকাল ২২ আগস্ট, ২০২২খ্রি. তারিখ সোমবার সকাল ৮ ঘটিকায় বান্দরবান টিম বনাম খাগড়াছড়ি টিমের সাথে খেলা অনুষ্ঠিত হবে। বিকাল ৪ ঘটিকায় ১ম সর্বোচ্চ পয়েন্টধারী বনাম ২য় সর্বোচ্চ পয়েন্টধারী সাথে খেলা অনুষ্ঠিত হবে। বিকাল ৫.২০ ঘটিকায় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। উক্ত টুর্ণামেন্টে (রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান) ৩টি টিম অংশগ্রহণ করেছে।