চৌধুরী হারুনুর রশীদ,রাঙামাটি: পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ২৮টি পাড়া কেন্দ্রের ডিজিটাল ক্লাসরুম উপকরণ সরবরাহ উপলক্ষে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তফা জব্বার।
২৯ নভেম্বর মঙ্গলবার পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কর্ণফুলী সম্মেলন কক্ষে বিআরটিসি চেয়ারম্যান (সিনিয়ার সচিব) শ্যাম সুন্দর সিকদার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, ডিজিটাল ব্রিগেডিয়ার জেনারেল মো: নাসিম পারভেজ এনডিসি,এনএফ ডাব্লিউসি,পিএসসি,সদস্য সচিব,সামাজিক দায়বদ্ধতা তহবিল ব্যবস্থাপনা কমিটি ও মহাপরিচালক(এসএস)বিআরটিসি, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানের পক্ষে ভাইস চেয়ারম্যান নুরুল আলম চৌধুরী ,প্রকৌশলী মো;মহিউদ্দীন আহম্মেদ ভাইস চেয়ারম্যান বিআরটিসি জেলা প্রশাসক মিজানুর রহমান,পুলিশ সুপার মীর আবু তোহিদ বিপিএম(বার) জেসমিন জুই প্রধান নির্বাহী কর্মকর্তা,বিজয় ডিজিটাল ,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডেও সদস্য প্রশাসন,সদস্য পরিকল্পনা,নিবার্হী প্রকৌশলী তোষিদ চাকমাসহ কর্মকর্তা কর্মচারীরা এসময় উপস্থিত ছিলেন।
বক্তরা বলেন, ডাক ও টেলিয়োগাযোগ বিভাগের অধীনে বিআরটিসির সামাজিক দায়বদ্ধতা তহবিলের অর্থায়নে টেলিযোগাযোগ অধিদপ্তর কর্তৃক বাস্তবাধীন“সুবিধাবঞ্চিত প্রত্যন্ত অঞ্চলের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা ডিজিটালকরণ” শীর্ষক প্রকল্পের মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ২৮টি পাড়া কেন্দ্রের ডিজিটাল ক্লাসরুম উপকরণ সরবরাহ ও স্থাপন করা হয়েছে। উক্ত ২৮টি পাড়া কেন্দ্রের শিক্ষার্থীদের জন্য সংশ্লিষ্ট প্রকল্প কর্তৃপক্ষের নিকট ডিজিটাল কনটেন্টসহ ট্যাব এবং পাঠ্যপুস্তুক স্থাপন করা হয়েছে।