রাঙামাটি প্রতিনিধি: পাহাড়ে আঞ্চলিক দলগুলোর ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে মানবন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার সকালে (৩০ আগস্ট) অনুষ্ঠিত মানবন্ধনে এলাকাবাসী সন্তু লারমরার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ও প্রসিত বিকাশ খীসার ইউপিডিএফকে অবিলম্বে ভ্রাতৃঘাতি সংঘাত ও হানাহানি বন্ধ করে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
‘ঐক্য উত্থাতন, বিভেদের পতন’; ‘জুম্মো দিয়ে জুম্মো ধ্বংসের সরকারি নীলনকশা ভেস্তে দিতে এক হও, প্রতিরোধ গড়ে তোল’ স্লোগানে বাঘাইছড়ি উপজেলার সাজেকবাসীর উদ্যোগে উজোবাজারে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানবন্ধন চলাকালে বক্তব্যে দেন সাজেক ইউপি চেয়ারম্যান অতুলাল চাকমা, ইউপি সদস্য পরিচয় চাকমা, নতুন জয় চাকমা, মিলা চাকমা প্রমুখ।
মানববন্ধনে এলাকার শত শত নারী-পুরুষ অংশ নেন। এছাড়াও সাজেক ইউনিয়নের বঙ্গলতলী, মাচালং, ভিজেনন্দরাম এলাকায় একই কর্মসুচি পালিত হয়েছে।
প্রান্ত