রাঙামাটি প্রতিনিধি: আওয়ামীলীগের কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, পাহাড়ে সন্ত্রাস- অস্ত্রবাজি আধিপত্য বিস্তার উন্নয়ন ও চাদাবাজি এক সংঙ্গে চলতে পারে না। সন্ত্রাসী করে শান্তি প্রতিষ্ঠা হয় না। নীরহ মানুষকে সন্ত্রাসীরা জিম্মি করতে পারে না। পকেটে অস্ত্র রেখে শান্তি চুক্তি করেছেন। খুন অস্ত্রবাজি ও সাধারণ মানুষকে জিম্মি করে আধিপত্য বিস্তার বন্ধ করতে হবে।
মাহবুবুল আলম হানিফ আরো বলেন, আপনাদের দাবীর প্রেক্ষিতে প্রধানমন্ত্রীকে পাহাড়ে অস্ত্রবাজি বিষয়ে জানাবো,এবং এসব সন্ত্রাসীদের আইনের আওতায় এনে বিহীত ব্যবস্থা করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন সারা বিশ্বে রোল মডেল বলা হয়েছে । আগামী ২৪ মে ২০২২ রাঙামাটি জেলা আওয়ামীলীগের সম্মেলন ঘোষনা করেন । তার সকল মেয়াদ উক্তীর্ণ কমিটি আপডেট করতে হবে। সোমবার ২১ মার্চ উপজাতি সাংস্কৃতি ইউষ্ঠি: মাঠে রাঙামাটি জেলা তৃণমুল আওয়ামীলীগের প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি বক্তব্য তিনি এসব কথা বলেন।
জেলা আওয়ামীলীগের সভাপতি দীপংকর তালুকদার এমপির সভাপতিত্বে প্রথম অধিবেশনে উপস্থাপনায় ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক সন্তোষ চাকমা বক্তব্য রাখেন ১০ উপজেলার সভাপতি বা সম্পাদক ও ২৫ইউপির সভাপতি বা সম্পাদক ।
২য় অধিবেশনে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর উপস্থাপনায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাড.সিরাজুল মোস্তফা এমপি,কেন্দ্রীয় উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, পার্বত্য উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা ,জেলা পরিষদের চেয়ারম্যান অংসুপ্রু চৌধুরীসহ কেন্দ্রীয় ও বিভাগীয় নেতৃবৃদ্ধ উপস্থিত ছিলেন।