নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নিমার্ণ প্রকল্পের সেমিনার রাঙামাটি পলওয়েল পার্কে অনুষ্ঠিত হয়েছে । ৯ মার্চ বুধবার সকাল সাড়ে ১০ ঘটিকায় পলওয়েল লাভ পয়েন্টে ছাত্র,গণমাধ্যম কর্মী ও সুশীল সমাজের ভুমিকা নিয়ে আলোচনা করা হয় ।
কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সনাশনাল ক্রাইম ইউনিট ঢাকা মেট্রোপলিটন পুলিশ সহকারী পুলিশ কমিশনার প্রজেক্ট এর মাধ্যমে ডিসপ্লে করা হয় ।
প্রধান অতিথি জেলা পুলিশ সুপার মীর মোদাছছের হোসেন বলেন,উগ্রবাদ সকলের প্রচেষ্টায় প্রতিরোধ করা সম্ভব । বাঘাইছড়ি বঙ্গলতলীতে পুলিশ কোন পুলিশ যেতো পাওে না, এইবার ইউনির্বাচনে গিয়ে সকলের সাথে আলাপ-আলোচনা করে অবাধ ও সুষ্ট নির্বাচনের পরিবেশ সৃষ্ট্রি করেছি। আঞ্চলিক দলের সাথে আলোচনা মাধ্যমে প্রতিটি এলাকায় শান্তি শৃংখলা প্রতিষ্টার চেষ্টা করবো । বাসা ভাড়া দেওয়ার পুর্বে ভাড়াটিয়ার পরিচয় নিশ্চিত করতে হবে । ঢাকা-চট্টগ্রাম পর রাঙামাটিতে বাসা বাড়ীর তালিকা প্রনয়ন করা হবে। সন্দেহজনক যে কোন বিষয়ে“সিটিটিসি, অবহিত করুন। আপনার সচেতনতাই পারে উগ্রবাদ রুখতে।
সহকারী পুলিশ সুপার আসাদ ও সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম, ৫২ ভাষা আন্দোলন ৭১ স্বাধীনতা ছিনিয়ে এনেছে ছাত্র সমাজ । সকলের আগে দেশের এসব কাজে ছাত্ররা এগিয়ে আসে।
বক্তব্য রাখেন, রাঙামাটি কলেজের ছাত্র সোহেল উদ্দীন ,প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোরুল হক, কবি ও সাহিত্যিক মুহাম্মদ ইলিয়াছ,গিরিদর্পনের সম্পাদক একে মকছুদ আহম্মেদ । মুক্ত আলোচনায় এসএ টিভির প্রতিনিধি মীর সোলায়মান -রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তির শিক্ষার্থী।