1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  4. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  5. shanto.hasan000@gmail.com : Rakibul Hasan Shanto : Rakibul Hasan Shanto
  6. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  7. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  8. riyadabc@gmail.com : Muhibul Haque :

প্রশ্নটা সহজ, উত্তরটাও বোধ হয় জানা

  • Update Time : সোমবার, ২০ এপ্রিল, ২০২০
  • ১৮৭ Time View


উপমন্যু রায়:

আমি জানি না। হয়তো অনেকেই জানেন না। এই যে পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছে করোনা–সন্ত্রাস, আক্রান্তের সংখ্যা যখন এতটুকু কমেনি, বাড়ছে মৃত্যুর সংখ্যাও, তখন একটা প্রশ্ন মনের কোণে উঁকি দেবেই। মনে হয় না অস্বাভাবিক সেই ঘটনা। —আমাদের সভ্যতার এমন বিপর্যয়ের জন্য দায়ী কে?
বলা বাহুল্য, এমন প্রশ্নের উত্তরে বিভিন্ন মাধ্যমে বারবার উঠে এসেছে চিনের নামই। আমেরিকাও তাদের দিকে আঙুল তুলেছে। এখনও তুলে চলেছে। অন্য দিকে চিনও সুযোগ পেলে আমেরিকার দিকে পালটা তির ছুঁড়ছে। তবে বিতর্কের সমস্ত দিক খতিয়ে দেখে মনে হচ্ছে, পৃথিবী জুড়ে এই ভাইরাস ছড়িয়ে পড়ার পিছনে কোনও না–কোনও ভাবে চিনের একটা যোগ রয়েছেই। আমাদের বঙ্গজ কমিউনিস্টরা যতই চিনকে নির্দোষ প্রমাণ করার দায়িত্ব কাঁধে তুলে নিন না কেন, ঘটনাক্রম কিন্তু ক্রমশ সে দিকেই এগোচ্ছে।
আর অন্যদিকে, যে কোনও ব্যাপারে আমেরিকাকে অভিযুক্ত করাটা আমাদের একটা স্বভাবে পরিণত হয়ে গিয়েছে। তাই সহজেই তাদের দিকে আঙুল তুলে দিই আমরা। তারা সাম্রাজ্যবাদী, তারা পৃথিবীকে বিপথে চালিত করেছে, তারা কমিউনিস্ট বিরোধী ইত্যাদি ইত্যাদি। আবার নিজেদের প্রতিষ্ঠিত করতে, আত্ম–স্বীকৃতি আদায় করতে আমরা সেই আমেরিকাতেই ছুটে যাই। বলিহারি আমাদের চরিত্র!
শুধু তাই নয়, এমনকী, তাদের কাছ থেকে সাহায্য পাওয়াটাও আজ আমরা একটা অধিকার মনে করি। তাই যদি কোনও কারণে আমেরিকা আমাদের বা কাউকে (‌যেমন হু)‌ সাহায্য বন্ধ করে দেয়, আমরা তেলে–বেগুনে জ্বলে উঠি। সাহায্যের দায়িত্ব কেন চিন বা অন্য কোনও দেশ নেবে না, সেই বিশ্লেষণ তখন কিন্তু অতি সযত্নে আমরা এড়িয়ে যাই।
সে যাই হোক, আমেরিকা বা চিন, সভ্যতার বর্তমান বিপর্যয়ে দায়ভার কার, সেই প্রশ্নের উত্তর জানাটা আমাদের জরুরি। হাজার আতঙ্কের মধ্যেও এই প্রশ্ন কিন্তু গোটা বিশ্বের অধিকাংশ মানুষের মধ্যেই দেখা যাচ্ছে। যদিও পুরো বিষয়টির ফয়সালা এখনও হয়নি। এই ভয়ঙ্কর মুহূর্তে তা হওয়া সম্ভবও নয়। জানি না কবে পৃথিবী শান্ত হবে! যদি হয়, তখন হয়তো বেরিয়ে আসবে এই প্রশ্নের উত্তর।
কেবল আমি নই, জানি সকলেই চাইবেন এই প্রশ্নের উত্তর আসুক। কারণ, এমন মারণ ভাইরাস পৃথিবী জুড়ে ছড়িয়ে যাওয়ার নেপথ্যে কারা, তার উত্তর জানাটা খুব দরকার। দরকারই। যে দেশই তার পিছনে থাকুক, সমস্ত দেশের উচিত একযোগে সেই দেশকে বর্জন করা। কোনও রকম সংশ্রব রাখা উচিত নয় সেই দেশের সঙ্গে। যারা পৃথিবীর মানুষকে আজ এই ভয়ঙ্কর বিপদের মধ্যে ফেলে দিয়েছেন, তাদের কখনও ক্ষমা করা উচিত নয়।‌‌

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..