ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধাঃ গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কি পাড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামে দুই সন্তানের জননীকে বিয়ের প্রলোভনে ধর্ষনের ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে।
মামলার অভিযোগ সুত্রে জানাযায়, উপজেলার কি পাড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামে প্রায় ১মাস পূর্বে বাড়ীতে স্বামী না থাকার সুযোগে ২ সন্তানের জননী (২৪) কে একই এলাকার শামসুল ইসলামের পুত্র দুই সন্তানের পিতা রতন মিয়া (২৭) বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষন করে।
পরবর্তীতে ভিকটিম আসামিকে বিভিন্ন সময় বিয়ের চাপ দিয়ে আসলেও আসামি বিয়ে করতে অস্বীকার করায় গত বুধবার (১৮ নভেম্বর) রাতে রতন মিয়া (২৭) কে আসামী করে ফুলছড়ি থানায় একটি মামলা দায়ের করে,মামলা নং ১৩।
ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ কাওসার আলী ধর্ষণের ঘটনায় একটি মামলা দায়ের হওয়ার বিষয়টি সম্পর্কে নিশ্চিত করে বলেন, আমরা ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য গাইবান্ধা সদর হাসপাতালে প্রেরন করেছি। সেই সাথে আসামীকে আটকের জোর চেষ্টা চালাচ্ছি।