বগুড়ার সংবাদদাতাঃ বগুড়া জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা রনি হত্যার প্রধান আসামী আব্দুস সোবহান কে গ্রেফতার করেছে পুলিশ।
গত ১৮/০৭/২০২০ তারিখে রোকনুজ্জামান রনিকে ছুরিকাঘাত করলে গত ২৭/০৭/২০২০ তারিখ রাতে ১ঃ৪০ ঘটিকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। পরে রনির বোন বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে মামলা করেন।
বগুড়ার স্টেডিয়াম ফাঁড়ীর এস আই মামলার তদন্ত কর্মকর্তা জাহাংগীর আলম দৈনিক প্রত্যয় কে জানান যে, মামলার ১নং আসামী আব্দুস সোবহান (৩০) কে গত কাল ০৭/০৮/২০২০ তারিখ সকাল ০৭,৩০ ঘটিকায় রানীনগর থানা পুলিশের সহায়তায় পুলিশি অভিযান পরিচালনা করে রানীনগর থানাধীন আবাদ পুকুরকে হইতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আঃ সোবহান বগুড়া সদরের মালগ্রাম কসাইপাড়ার মৃত জাহেদুল ইসলামের ছেলে। তিনি আরও জানান যে , এরপর আসামী কে গত ৭ আগস্ট বিকেল ৫ টায় থানায় নিয়ে এসে ব্যাপক জিজ্ঞাসাবাদে সে অন্যান্য এজাহারনামীয় আসামীদের সহিত পরস্পর যােগসাজসে একে অপরের সহায়তায় অত্র মামলার ঘটনা ঘটাইয়াছে মর্মে স্বীকার করে ।
জাহাংগীর আলম আরও জানান যে , গ্রেফতারকৃত আসামীকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে কোর্টে প্রেরন করা হয়েছে।