রাঙ্গামাটি প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন রাঙ্গামাটি বিভিন্ন সরকারী -বেসরকারী সংগঠন।
দিবসটি উপলক্ষে সোমবার (১৫ আগস্ট) সকাল ৯টায় বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করা হয়। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ,জেলাপ্রশাসক, বনসংরক্ষক রাঙ্গামাটি,রেডক্রিসেন্ট,শিল্পকলা একাডেমী আরো অনেক প্রতিষ্ঠানে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সভাকক্ষে আলোচনাসভা এবং যুব উন্নয়ন অধিদপ্তরের ঋণের চেক বিতরণ করা হয়। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম, পরিষদ সদস্য সবির কুমার চাকমা, সদস্য রেমলিয়ানা পাংখোয়া, সদস্য ঝর্ণা খীসা, সদস্য বিপুল ত্রিপুরা, নিবাহী কর্মকর্তা নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানসহ হস্তান্তরিত বিভাগের বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলোচনাসভার শুরুতেই বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধুর পরিবারের নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত ও ১ মিনিট নীরবতা পালন করা হয়।