নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর বনানী থানাধীন কড়াইল বেলতলা এরশাদ নগর এলাকায় তানজিলা (৩) নামের এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। হত্যা করেছে সৎ বাবা, অভিযোগ শিশুর মায়ের।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে গুরুতর আহত অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত্যুর ঘটনায় তার মা জরিনা বেগম অভিযোগ করেছেন, ‘তার সৎ বাবা (জরিনার স্বামী) মহিউদ্দিন তাকে হত্যা করেছে। আমার প্রথম স্বামীর সঙ্গে সাত মাস আগে আমার ডিভোর্স হয়ে যায়। সে মাদকাসক্ত ছিল। এরপর ছয় মাস আগে মহিউদ্দিনের সঙ্গে আমার বিয়ে হয়।’
তিনি আরও বলেন, ‘তিন দিন ধরে আমার সঙ্গে তার কথা কাটাকাটি হচ্ছিল। এ কারণে আমি রাগ করে সকালে আমার বোনের বাসায় চলে যাই। আমি বাসা-বাড়িতে কাজ করি। আমি ফোনে খবর পেয়ে দ্রুত ছুটে আসি। এসে শুনি মহিউদ্দিন আমার মেয়েকে হত্যা করেছে।’
নিহত শিশুর বাবা মহিউদ্দিন বলেন, ‘সকাল সাড়ে ৮টার দিকে বাসার দ্বিতীয় তলার সিঁড়ির পাশে তানজিলাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি। তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে ১০টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, ‘আমি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সিএনজি চালাই। দুই সন্তানকে নিয়ে গ্রামে থাকি। আর তানজিলাকে নিয়ে ওর মা ঢাকায় থাকেন। তিনদিন আগে আমি ঢাকায় আসি।’
তিনি আরো বলেন, ‘আমাদের গ্রামের বাড়ি নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামে। আমার দুই ছেলে, এক মেয়ে। তানজিলা ছিল সবার ছোট। তানজিলাকে নিয়ে আমার স্ত্রী জরিনা বেলতলা এরশাদ নগরে যাদু মিয়ার দোতলা টিনশেড বাড়িতে থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি বনানী থানাকে অবগত করা হয়েছে।’
কর্তব্যরত চিকিৎসকের বরাত দিয়ে তিনি বলেন, ‘নিহত শিশুর গালে কামড়ের দাগ রয়েছে এবং যৌনাঙ্গ খোলা রয়েছে। ধারণা করা হচ্ছে কারো পাশবিক নির্যাতনে তার মৃত্যু হয়েছে। ঘটনার বিস্তারিত জানার জন্য শিশুটির বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।’