জসিম তালুকদার (চট্টগ্রাম): চট্টগ্রাম বাঁশখালীতে বিশেষ অভিযানে দেশীয় তৈরি মদ ও মোটরসাইকেল সহ দুইজনকে গ্রেফতার করেছে। ওই সময় বিপ্লব বড়ুয়া নামের একজন পালিয়ে গেছে। আজ ১১ জুন ২০২১ শুক্রবার বিকাল ৩ ঘটিকায় থানার সামনে এ অভিযান করা হয়। অভিযানে ছিলেন, বাঁশখালী থানার এস আই (নিঃ) প্রদীপ চক্রবর্ত্তী এস আই ( নিঃ) দীপক কুমার সিংহ সঙ্গীয় এ এস আই ( নিঃ) মাঈন উদ্দিন।
গ্রেপ্তারকৃতরা হলেন, বাঁশখালী থানাধীন পৌরসভার উত্তর জলদী বণিক পাড়ার মৃত দুলাল ধরের পুত্র সুজন ধর (৪১),
অন্যজন একই থানাধীন পৌরসভার মৃত নিরদ ধরের পুত্র শিলিপ ধর।
বাঁশখালী থানা সূত্রে জানা যায়,
এই মাদক কারবারিরা কক্সবাজার জেলার চকরিয়া উপজেলা থেকে পানির ১০টি ২ লিটারি বোতল করে ২০ লিটার মদ মোটরসাইকেলযোগে বাঁশখালীর বণিক পাড়ায় আনছিল।
বাঁশখালী থানার এসআই প্রদীপ মুঠোফোনে জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বাঁশখালী থানার সামনে আমরা অবস্থান করছিলাম। পরে একটি মোটরসাইকেল আরোহীকে সন্দেহ করে তাদের হাতে থাকা কলেজ ব্যাগ চেক করার পর ১০ টি মদের বোতল পাওয়া যায়। পরে তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে মামলা করা হয়। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা করে আদালতে সোপর্দ করা হবে।