ওয়েব ডেস্ক: সুইজারল্যান্ড সফরে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেছেন বিদেশি বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা।
বুধবার (২১ জুন) গণভবনে সুইজারল্যান্ড সফর পরবর্তী সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী তার সফরের সারসংক্ষেপ তুলে ধরে বলেন, ১৫ জুন দুপুরে আমি জেনেভায় জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত বাংলাদেশ স্থায়ী প্রতিনিধি কর্তৃক আয়োজিত মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করি। জাতিসংঘের বিভিন্ন সংস্থাসহ অন্যান্য কয়েকটি সংস্থার প্রধানরা এতে যোগ দেন।
তিনি বলেন, মতবিনিময়কালে উপস্থিত অতিথিরা বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জগুলো নিয়ে খোলামেলা আলোচনা করেন। আমি এবং আমার সহকর্মীরা তাদের বিভিন্ন বিষয়ে অবহিত করি। বিশেষ করে দারিদ্র্য বিমোচন, আশ্রয়হীনদের জন্য ঘর নির্মাণ, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় আমরা যেসব উদ্যোগ গ্রহণ করেছি, সেগুলো তুলে ধরি। প্রতিনিধিরা বাংলাদেশের অব্যাহত অগ্রযাত্রায় তাদের নিজ নিজ সংস্থার কার্যক্রম বজায় রাখার ক্ষেত্রে আরও সৃজনশীল ও ভবিষ্যতমুখী হওয়ার বিষয়ে আমাদের আশ্বস্ত করেন।
শেখ হাসিনা বলেন, সন্ধ্যায় বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক ড. এনগোজি ওকোনজো-আইওয়েলা আমার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে বাংলাদেশের রপ্তানি বহুমুখীকরণ, গভীর সমুদ্রে মৎস্য আহরণের সক্ষমতা বৃদ্ধি, মৎস্য খাতে ভর্তুকি বিষয়ক চুক্তিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। তিনি বিশ্ব বাণিজ্য সংস্থার পরবর্তী মন্ত্রিপর্যায়ের বৈঠকে বাংলাদেশের মতো উত্তরণশীল স্বল্পোন্নত দেশগুলোর পক্ষে একটি অনুকূল সিদ্ধান্তের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।