চৌধুরী হারুনুর রশীদ, রাঙামাটি: রাঙামাটির করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে ও রোগীদের সেবা নিশ্চিত করতে সরকার সব সময় জনগনের পাশে রয়েছে বলে মন্তব্য করেছেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জনগনকে করোনার ধাক্কা কাটিয়ে উঠতে প্রণোদনা প্যাকেজ ঘোষনা করেছে। এ প্যাকেজ আমাদের অর্থনৈতিক ভাবে কাজে আসবে। কিন্ত আমাদের সকলকে সচেতন থাকতে হবে। স্বাস্থ্য বিধি মেনে চলাচল করে নিজেকে এবং পরিবারের সদস্যদের সুস্থ রাখার আহবান জানান।
১৫ জুলাই বৃহস্পতিবার সকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে জেলা পরিষদের সম্মেলন কক্ষ্যে রাঙামাটি জেলা উপজেলার হাসপাতাল গুলোর জন্য রাঙামাটি সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসার হাতে চিকিৎসা সামগ্রী প্রদান কালে তিনি এ কথা বলেন।
রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীর সভাপতিত্বে সামগ্রিক বিতরণ অনুষ্ঠানে রাঙামাটি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম, পরিষদ সদস্য হাজী মোঃ মুছা মাতব্বর, পরিষদ সদস্য সবির কুমার চাকমা, সদস্য রেমলিয়ানা পাংখোয়া, ইলিপন চাকমা,রেড ক্রিসেন্ট এর রাঙামাটি জেলার সেক্রেটারি মাহফুজুর রহমান সহ বিভিন্ন উপজেলা হাসপাতালের ডাক্তাররা উপস্থিত ছিলেন। করোনা সামগ্রীর মধ্যে গ্লিসারিন ৩৯ ড্রাম, গ্লাপস ১৫০০পেয়ার,হেন্ড গ্লাপস ২২৫ পিস, সার্জিকেল মাক্স ১৫০০০ পিস, এপ্রোন ২২৫ পিস, সাবান ৫১৬ পিস সহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিস বিতরণ করা হয়।