নিজস্ব প্রতিনিধি: রাঙামাটি জেলার বাংলাদেশ সুইডেন পলিটেনিক কাপ্তাই (বিএসপিআই) কাপ্তাই নবাগত সদস্যর শপথ গ্রহন । কাপ্তাই রোভার স্কাউট সদস্যদের দীক্ষা (শপথ) ৫ নভেম্বর শুক্রবার প্রতিষ্ঠানের খেলার মাঠে অনুষ্ঠিত হয় ।
বাংলাদেশ সুইডেন পলিটেনিক কাপ্তাই,র অধ্যক্ষ প্রকৌশলী আব্দুল মতিন হাওলাদার এলটি সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলার রোভার স্কাউট সাধারন সম্পাদক নুরুল আবছার ,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,দৈনিক চট্টগ্রাম প্রতিদিন ও দৈনিক আমাদের নতুন সময় রাঙামাটি জেলা প্রতিনিধি চৌধুরী হারুনুর রশীদ।
স্বাগত বক্তব্য রাখেন ইউনিটের রোভার লিডার প্রকৌশলী মো.রহমত উল্লাহ , অনুষ্ঠান পরিচালনা ছিলেন সিনিয়ার রোভারম্যান মো.হাসান ও রোভার মেট মো.আকিব হোসেন।
অনুষ্টানে শপথ প্রদান করেন ইউনিটের রোভার লিডার প্রকৌশলী মো.রহমত উল্লাহ । এই সময় নবাগত সদস্যদের স্কার্প ,এপুলেট পড়িয়ে দেন প্রধান অতিথি সভাপতি । ২২ জন নবাগত সদস্য দীক্ষা(শপথ) গ্রহনসহ প্রায় ৫০ জন রোভার স্কাউট এসময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য তিনদিন ব্যাপী তাবুবাসে তারা বিভিন্ন প্রশিক্ষন গ্রহন করে। এবং তাবু জলসা মাধ্যমে তাবু বাসের সমাপ্তি হয় ।