1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  4. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  5. shanto.hasan000@gmail.com : রাকিবুল হাসান শান্ত : রাকিবুল হাসান শান্ত
  6. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  7. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  8. riyadabc@gmail.com : Muhibul Haque :

বাংলায় সপ্তাহে ২ দিন পূর্ণ লকডাউন, কিছু এলাকায় গোষ্ঠী সংক্রমণ, স্বীকার সরকারের

  • Update Time : সোমবার, ২০ জুলাই, ২০২০
  • ১৮০ Time View

বিশেষ প্রতিবেদন,কলকাতা:যে ভয়টা পাচ্ছিলেন সকলে, সেটাই যেন বাস্তব হয়ে যাচ্ছে ক্রমশ। বাংলার তৃণমূল সরকার কার্যত স্বীকার করে নিল রাজ্য গোষ্ঠী সংক্রমণ এড়াতে পারেনি। সোমবার নবান্নে সরকারের পক্ষে স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, ‘রাজ্যে কিছু এলাকায় গোষ্ঠী সংক্রমণের ঘটনা ঘটছে। তাই সরকারকে কিছু সতর্কতামূলক পদক্ষেপ করতে হচ্ছে।’ সতর্কতামূলক পদক্ষেপ বলতে ফের কড়া লকডাউনের পথেই যেতে হচ্ছে সরকারকে। তবে সপ্তাহে সাতদিনই লকডাউন থাকবে না। থাকবে দু’দিন। এই দু’দিন গোটা রাজ্যে পূর্ণ লকডাউন হবে।

এদিন স্বরাষ্ট্র সচিব বলেন, ‘রাজ্যে যেহেতু সংক্রমণ বাড়ছে, তাই ফের পূর্ণ লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে সেই লকডাউন হবে সপ্তাহে দু’দিন। এই সপ্তাহে লকডাউন হবে বৃহস্পতি এবং শনিবার। আগামী সপ্তাহে বুধবার লকডাউন হবে। এ ছাড়া ওই সপ্তাহে আর কোন দিন লকডাউন হবে, তা আগামী সোমবার বৈঠক করে সরকার সিদ্ধান্ত নেবে এবং সাধারণ মানুষকে সে কথা জানিয়ে দেওয়া হবে।’ তিনি জানান, প্রতি সপ্তাহের সোমবার বৈঠক করে সরকার ঠিক করবে, সেই সপ্তাহে কোন দু’দিন লকডাউন হবে! সেই অনুযায়ী সোমবারই সরকারের তরফে সে কথা রাজ্যবাসীকে জানিয়ে দেওয়া হবে। স্বরাষ্ট্র দফতর সূত্রে জানা গিয়েছে, এই লকডাউন হবে পুরোপুরি লকডাউনই। এ ক্ষেত্রে কোনও রকম আপস করা হবে না। রাজ্যে সেই দু’দিন সরকারি বা বেসরকারি কোনও অফিস–কাছারি, দোকানপাট, বাজার–হাট খোলা থাকবে না। কোনও ব্যবসায়িক কাজকর্ম সেদিন হবে না। রাস্তাঘাটে কোনও যানবাহনও চলবে না। অপ্রয়োজনে রাস্তায় কেউ বের হতে পারবেন না।

আলাপন বন্দ্যোপাধ্যায়ও পরিষ্কার জানিয়ে দিয়েছেন, এই দুটি সাপ্তাহিক লকডাউনের দিন রাজ্যের কোনও জায়গায় কোনও রকম ‘অপ্রয়োজনীয় কার্যকলাপের’ অনুমতি দেওয়া হবে না। যাঁরা এই লকডাউনের বিধিভঙ্গ করবেন, তাঁদের বিরুদ্ধে কড়া আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এদিন স্বরাষ্ট্র সচিব রাজ্যবাসীকে কিছুটা আশ্বস্ত করারও চেষ্টা করেন। তিনি বলেন, ‘রাজ্যে এখন কোভিড হাসপাতালের সংখ্যা যথেষ্ট বেড়েছে। তাই এ নিয়ে কেউ অযথা আতঙ্কিত হবেন না।’ পাশাপাশি তিনি এ কথাও জানান, এখন রাজ্যে করোনা সংক্রমিতদের মধ্যে ৮৭ শতাংশই উপসর্গহীন। এই সংক্রমিতদের হোম আইসোলেশন এবং সেফ হোমে রাখা যাবে। এ ছাড়া সাধারণ মানুষের সুবিধা এবং সাহায্যের জন্য তিনি রাজ্য সরকারের চারটি হেল্পলাইন নম্বরও জানান। অন্যদিকে, তিনি এ কথাও এদিন জানিয়ে দেন, রাজ্যে শনি ও রবিবার সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে। সে কথা রাজ্যের তরফে সমস্ত ব্যাঙ্ককেই জানিয়ে দেওয়া হয়েছে।

এদিকে, রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন থেকে জানা গিয়েছে, শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে ২ হাজার ২৮২ জন করোনা সংক্রমিত হয়েছেন। ফলে রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা পৌঁছে গিয়েছে ৪৪ হাজার ৭৬৯ জনে। তবে এখন রাজ্যে কোভিড ভাইরাস সক্রিয় রয়েছে ১৭ হাজার ২০৪ জনের শরীরে। আর, করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছেন মোট ২৬ হাজার ৪১৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৫৩৫ জন। সুস্থতার হারও রবিবারের তুলনায় এদিন সামান্য বেড়েছে। এদিন সুস্থতার হার ছিল ৫৯.১ শতাংশ। রবিবার সুস্থতার হার ছিল ৫৮.৫৬ শতাংশ। এদিন করোনায় প্রাণ হারিয়েছেন ৩৫ জন। ফলে এখনও পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ১৪৭ জন।

কলকাতায় এদিন সংক্রমিত হয়েছেন ৬৪৫ জন। এ ছাড়া উত্তর ২৪ পরগনায় ৫৭৪ জন, দক্ষিণ ২৪ পরগনায় ১৬৪ জন, হাওড়ায় ২১৩ জন, হুগলিতে ১৮১ জন, উত্তর দিনাজপুরে ৪৪ জন, দার্জিলিংয়ে ৪৩ জন নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন। এখনও পর্যন্ত কলকাতায় মোট সংক্রমিত হয়েছেন ১৩ হাজার ৯৮৯ জন। মহানগরীতে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৯২ জন। এঁদের মধ্যে শেষ ২৪ ঘণ্টায় প্রাণ হারান ১৬ জন।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..