রাঙামাটি প্রতিনিধি: বাঘাইছড়ি ও লংগদু উপজেলা সপ্তম ইউপি নির্বাচনে দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে ৩০ জনকে অব্যাহতি দিয়েছেন। এই দুই উপজেলায় পৃথক পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে ।
বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রতিবেদককে জানায়, বিদ্রোহী পক্ষে প্রচারণা চালানোর দায়ে এবং দলীয় শৃংখলা ভঙ্গেও অভিযোগে ২২ জন নেতা কর্মীকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে।
একই ভাবে লংগদু উপজেলায় দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে ও বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচারনা চালানোর দায়ে ভাসান্যাদম ৬টি ওয়ার্ডে ৮ জন যুবলীগের নেতা কর্মীকে ২২ (ক) ধারামতে অব্যাহতি দেয়া হয়েছে।