নিজস্ব প্রতিবেদক: রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালিতে যাওয়ার পথে দ্বীপিতা চাকমা (২৪) নামে অপহৃত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীকে উদ্ধার করেছে সাজেক থানা পুলিশ।
বুধবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৭টায় দ্বীপিতা চাকমাকে সাজেক ইউনিয়নের দাড়িপাড়া বুনো আদাম থেকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গামাটির পুলিশ রাঙ্গামাটির পুলিশ সুপার (এসপি) মীর আবু তৌহিদ।
সাজেক থানা সুত্রে জানা গেছে,‘সাজেক থানাধীন সাজেক ইউনিয়নের দাড়িপাড়া বুনো আদাম এলাকা থেকে সাজেক থানা পুলিশ অপহৃত ঢাবি শিক্ষার্থীকে উদ্ধার করেছে। ওই ছাত্রী পুলিশ হেফাজতে রয়েছেন। বেলা সোয়া ১২টার দিকে যাওয়ার পথে শিজকছড়া এলাকায় কয়েকজন দুষ্কৃতিকারী গাড়ি গতিরোধ করে ওই ছাত্রীকে অপহরণ করে।’ এর আগে, বুধবার বেলা আনুমানিক ১২টা ১৫ মিনিটের দিকে বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের শিজকছড়া এলাকা থেকে দ্বীপিতা চাকমা অপহরণ করা হয়েছিল।
জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দ্বীপিতা চাকমা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী। বর্তমানে সে একই বিভাগের ¯œাতকোত্তরে (মাস্টার্স) অধ্যয়নরত আছেন। ঢাবিতে পড়াশোনা করলেও দ্বীপিতার গ্রামের বাড়ি খাগড়াছড়ি পার্বত্য জেলায়।
বুধবার রাতে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক বিজ্ঞপ্তি অপহরণ ঘটনা প্রসঙ্গে বিস্তারিত জানিয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবার (৬ সেপ্টেম্ব) রাঙ্গামাটির সাজেক ভ্যালিতে ভ্রমণের উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের প্রভাষক মারুফ হাসান রুমীর নেতৃত্বে বিভাগের মাস্টার্সের ১৫ জন ছাত্র ও ১৯ জন ছাত্রীসহ সর্বমোট ৩৪ জন শিক্ষার্থী সাজেকের দিকে রওনা করেন।
সাজেক যাওয়ার পথে দুপুর অনুমানিক ১২টা ২০ মিনিটের দকে সাজেকে শিজকছড়া নামক স্থানে শিক্ষার্থীদের বহনকারী গাড়ি (চাঁদের গাড়ি) যান্ত্রিক ত্রুটির কারণে থামলে হঠাৎ সেখানে ১০-১২ জন অজ্ঞাতনামা ‘পাহাড়ি অস্ত্রধারী সন্ত্রাসী’ উপস্থিত হয়ে গাড়িতে কোন পাহাড়ি শিক্ষার্থী আছে কি না জিজ্ঞেস করে ও নিরীক্ষণ করে। “এসময় পাহাড়ি শিক্ষার্থীর উপস্থিতি টের পেয়ে উপস্থিত শিক্ষার্থীদের ওপর আক্রমণ চালিয়ে ৩৪ জন শিক্ষার্থীর মধ্যে থাকা একমাত্র পাহাড়ি শিক্ষার্থী দ্বীপিতা চাকমা (২৫), (পিতা স্মৃতেন্দু বিকাশ চাকমা, জেলা: খাগড়াছড়ি) জোরপূর্বক মোটরসাইকেলে করে অজ্ঞাতস্থানে নিয়ে যায়। সংবাদ প্রাপ্তির সাথে সাথেই অপহৃত শিক্ষার্থীকে উদ্ধারের জন্য অভিযান পারিচালনা করেন রাঙ্গামাটি জেলা পুলিশের একাধিক টিম।” বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, “অবশেষে অপহরণের ৬ ঘন্টা পর অপহৃত শিক্ষার্থী দ্বীপিতা চাকমাকে সাজেক থানাধীন দাঁড়িপাড়া বুনো আদম নামক স্থান হতে সুস্থ অবস্থায় উদ্ধার করে সাজেক থানা পুলিশ। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”