রাঙামাটি প্রতিনিধি: বাঙালিভিত্তিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের হরতালের জেরে আগামীকাল (৭ সেপ্টেম্বর) বুধবার রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের অনুষ্ঠেয় বৈঠক স্থগিত করা হয়েছে। মঙ্গলবার দুপুরে (৬ সেপ্টেম্বর) ভূমি কমিশন সচিব (যুগ্ম জেলা জজ) মোহাম্মদ নেজাম উদ্দিনের সই করা এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।
আদেশে বলা হয়েছে, কমিশনের অন্যতম সদস্য আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান মহোদয়ের সূত্রোক্ত স্মারকমূলে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান মহোদয় কর্তৃক স্বাক্ষরিত পত্রে রাঙ্গামাটি পার্বত্য জেলায় ৬ ও ৭ সেপ্টেম্বর “পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ” কর্তৃক হরতাল আহ্বান করার প্রেক্ষিতে অত্র ভূমি কমিশনের ০৭ সেপ্টেম্বর তারিখের পূর্বনির্ধারত সভা স্থগিত করার অনুরোধ করা কমিশনের অন্যান্য সদস্যদের অনুরোধের প্রেক্ষিতে অত্র কমিশনের আগামী বুধবারের সভা স্থগিত করা হল। পরিবর্তীতে সভার তারিখ জানানো হবে বলেও জানানো হয়েছে আদেশে।
এদিকে, ভূমি কমিশনের এই বৈঠকের বিরোধী করে আজ মঙ্গলবার ভোর ৬টা থেকে আগামীকাল বুধবার দুপুর ২টা পর্যন্ত টানা ৩২ ঘন্টা রাঙামাটি শহরে ডেকেছে নাগরিক পরিষদ৷ হরতালের প্রথমদিন দুপুরেই বৈঠক স্থগিতের সিদ্ধান্ত জানায় ভূমি কমিশন। তবে বৈঠক স্থগিত করা হলেও এখনো হরতাল চলবে নাকি স্থগিত করা হবে সে সিদ্ধান্ত জানায়নি নাগরিক পরিষদ।