বাঙালী জাতি হিসেবে আমরা কি পেলাম পার্বত্যবাসীঃ
১। সংবিধানের প্রস্তাবনা অনুযায়ী ২৬ মার্চ ১৯৭১ থেকে বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত।
২। সংবিধান অনুযায়ী বাংলাদেশের প্রতি ইঞ্চি জায়গা বাংলাদেশের অংশ।
৩। সংবিধানের ১ নং অনুচ্ছেদে বলা আছে, বাংলাদেশ একটি একক রাষ্ট্র।
যদি এই কথাগুলো সংবিধানের অংশ হয়ে থাকে তবে পার্বত্য অঞ্চল কি বাংলাদেশের সংবিধানের সাথে যায়?
বা
পার্বত্য অঞ্চল বাংলাদেশের অন্য এলাকার মত নয় কেন ?
সংবিধান অনুযায়ী বাংলাদেশের সকল নাগরিকদের সমান অধিকার থাকার কথা। কিন্তু পার্বত্য অঞ্চলে জাতীগতভাবে আলাদা আলাদা অধিকার কেন? কোন জাতি বেশি সুবিধা ভোগ করে থাকে আবার কোন জাতি কম কেন?
বা
আমরা কি পাকিস্তান আমলের মত রয়ে গেলাম। বা আমরা কি এখনো স্বাধীন হতে পারিনি?
আমাদের বেলায় স্বায়ত্তশাসন কেন?
৭১ বাংলাদেশ স্বাধীন হয়েছে। পার্বত্য অঞ্চল কি স্বাধীন হয় নি?
বা
বঙ্গবন্ধু সোনার বাংলায় কি পার্বত্য অঞ্চল নাই?
তাহলে বঙ্গবন্ধু আন্দোলন করেছিল কাদের বিরুদ্ধে। ৪৬৮২ দিন জেল খেটেছিল কেন? আমরা পার্বত্য বাসী কি বাঙালী না?
বঙ্গবন্ধু আজ বেঁচে নাই, এই প্রশ্ন কার কাছে করবো। কে দিবে আমার প্রশ্নের উত্তর?
পার্বত্য অঞ্চলে বাঙালীরা এত বৈষম্যের স্বীকার কেন?
হে বাঙালী জাতি, আপনাদের কাছে জানতে চাই পার্বত্য অঞ্চলে আমরা যারা বসবাস করি তারা কোন জাতি?
শিক্ষিত, জ্ঞানী-গুনী সবার কাছে জানতে চাই আমাদের এই দূর্গতির শেষ কোথায়?
বঙ্গবন্ধু আজ বেঁচে নাই, কিন্তু মমতাময়ী মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো বেঁচে আছে। আপনার কাছে আমরা সমাধান চাই,
আমরা সব ক্ষেত্রে সমধিকার চাই। আমরাও বাংলায় বসবাস করি। জাতিগতভাবে সবাই সমাধিকার চাই। পার্বত্যবাসী সব জাতির সমান অধিকার চাই।
সংবিধান অনুযায়ী পার্বত্য অঞ্চলের জাতি, ধর্ম নির্বিশেষে সব জাতি, সর্ব ক্ষেত্রে সমান অধিকার চাই।