জসিম তালুকদার (চট্টগ্রাম): সময়ের সাথে সাথে বিকাশ লেনদেনে প্রতারণার নিত্যনতুন কৌশল অবলম্বন করছে প্রতারক চক্র। তেমনি একটি ঘটনায় প্রতারক চক্রের ০২ সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (উত্তর)বিভাগ।
গ্রেফতারকৃত ব্যাক্তিরা অপরাপর ব্যাক্তিদের সহযোগিতায় বিভিন্ন কৌশলে বিকাশ লেনদেনে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা করছিল। প্রতারক চক্রের সদস্যরা স্মার্টফোনের ক্যামেরা অন করে বিভিন্ন বিকাশ এজেন্টের দোকানে গিয়ে সুকৌশলে লেনদেন বইয়ের ভিডিও ধারণ করে তথ্য সংগ্রহ করে থাকে। পরবর্তীতে ভিডিও দেখে বিভিন্ন গ্রাহকদের মোবাইল নাম্বার সংগ্রহ করে বিকাশ প্রতিনিধি সেজে সেসব নাম্বারে ফোন করে কৌশলে পিন নাম্বার সংগ্রহ করে বিকাশ একাউন্টে থাকা অর্থ আত্মসাৎ করে থাকে।
এ বিষয়ে প্রাথমিক অভিযোগ প্রাপ্তির পর মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ সালাম কবির, পিপিএম এর নির্দেশে তদন্ত শুরু করে মহানগর গোয়েন্দা বিভাগের একটি টিম উক্ত অভিযোগের সত্যতা খুঁজে পায়। পরবর্তীতে অতিঃ উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব শাহ মোঃ আব্দুর রউফের তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক জনাব মুহাম্মদ উসমান গনির নেতৃত্বে মাগুরা জেলার শ্রীপুর থানাধীন গোয়ালদা এলাকায় অভিযান পরিচালনা করে গত ১২/০৬/২০২১ ইং তারিখ ১৭.১৫ ঘটিকায় চক্রের মূল হোতা মিঠুন কুমার বালা(২৬)’কে গ্রেফতার করা হয়। গ্রেফতার পরবর্তী জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্য মোতাবেক উক্ত চক্রের অপর সদস্য হামিদুল মোল্লা (২২) কে ১৩/০৬/২০২১ তারিখ ১৯.০৫ ঘটিকায় ইপিজেড থানাধীন নিউমুরিং এলাকা হতে গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে নগরীর ইপিজেড থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
নগরবাসীকে বিকাশ লেনদেনের ক্ষেত্রে আরও বেশি সতর্ক হবার অনুরোধ করা হল।