শাহিন আহমদ,সিলেট প্রতিনিধি :
বিদেশি রিভলভার, ২টি গুলি ও হেরোইনসহ সিলেটে শীর্ষ সন্ত্রাসী জাকিরুল আলম জাকিরকে (৪০) গ্রেপ্তার করেছে র্যাব। রোববার (২ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল বিমানবন্দর থানাধীন মালনীছড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
জাকির মোগলাবাজার থানাধীন কুচাই এলাকার সাজ্জাদ আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৯ এর এএসপি ওবাইন ‘সময় কুলাউড়া’কে বলেন, জাকিরের কাছ থেকে বিদেশি রিভলভার, ২টি গুলি ও ১০ গ্রাম হেরোইন উদ্ধার করে সোমবার (৩ মে) সকালে বিমানবন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।