নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা বিমানবন্দর রেল ষ্টেশন এলাকায় প্রতিদিন বিদেশগামী অথবা বিদেশ ফেরত যাএীদের টার্গেট করে তাদের কাছ থেকে জোরপূর্বক টাকা ছিনিয়ে নিতে দেখা যায় সংঘবদ্ধ একটি হিজড়া চক্রকে। তারা যাদের টার্গেট করে তাদের কাছ থেকে কমপক্ষে দুই হাজার টাকা আদায় করে ছাড়ে। প্রশাসনের নীরব ভূমিকা।
সরেজমিনে বুধবার (৫ মে) বিকেলে বিমানবন্দর রেল ষ্টেশন এলাকায় দেখা যায় রিকশায় থাকা তিনজন বিদেশগামী যাএীকে আটকায় চারজন হিজড়া। বিদেশগামীদের কাছে টাকা দাবি করলে তারা আপওি জানালে তাদের সাথে তর্কাতর্কি শুরু করে হিজড়ারা, একপর্যায়ে তাদের লাগেজ কেড়ে নেওয়ার চেষ্টা করে হিজড়ারা। পরে বাধ্য হয়ে হিজড়াদের টাকা দিয়ে রক্ষা পান বিদেশগামীরা। হিজড়াদের দাপটের কাছে তারা যেন পুরো অসহায় হয়ে পড়েছিলেন।
ওই ভুক্তভুগীরা জানান, ‘তাদের কাছ থেকে দুই হাজার টাকা আদায় করে হিজড়ারা। প্রথমে পাঁচশ টাকা দিলে হিজড়ারা নিতে আপওি করে জোড় করে টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তাদের লাগেজও কেড়ে নেওয়ার চেষ্টা করে। পরে দুই হাজার টাকা দিলে হিজড়ারা চলে যায়।’
পথচারীদের সাথে কথা বলে জানা যায়, এভাবে প্রতিদিন প্রকাশ্যে বিদেশগামী অথবা বিদেশ ফেরত যাএীদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করছে এই হিজড়া চক্রটি। যদিও পাশেই বিমানবন্দর পুলিশ বক্স এবং মহাসড়কে সবসময় পুলিশ ডিউটিতে থাকে তারা দেখেও না দেখার ভান করে, ভুক্তভুগীদের সহযোগিতায় এগিয়ে আসে না পুলিশ। সাধারন মানুষও ভয়ে ঝামেলায় জড়াতে চায়না।