প্রত্যয় ডেস্ক, আলী রেজা রাজু, যশোর প্রতিনিধিঃ যশোরের বেনাপোল ১নাম্বার গোডায়ানের সামনে একটি বিক্যাশের দোকানে অভিযান চালিয়ে ২১০ পিস ভারতীয় শাড়ি ও ১ হাজার পিস ভারতীয় ক্লোপ জি ক্রীম সহ শাকিল(২২)নামে একজন কে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
বুধবার সকালে ৫ টার দিকে বেনাপোল বাজারের শাকিলের দোকান তল্লাশি করে শাড়ি ও ক্রীম সহ তাকে আটক করা হয়।
আটক শাকিল সাদিপুর গ্রামের শাহ আলমের ছেলে। তিনি বিকাশের ব্যবসার আড়ালে দীর্ঘদিন যাবত ভারত থেকে চোরাই পথে শাড়ি ও ক্রীম এনে এ ব্যবসা চালিয়ে যাচ্ছেন বলে পুলিশ জানিয়েছে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান জানান গোপন সংবাদে জানতে পারি ১ নাম্বার গেটের সামনে শাকিল নামে এক বিকাশের ব্যবসায়ী বিকাশ ব্যবসার আড়ালে ভারতীয় শাড়ি ও ক্রীম চোরাই পথে এনে দেশের বিভিন্ন স্থানে সাপ্লাই দেওয়ার জন্য মজুত করেছে।
এসময় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।