সরকার রাজীবঃ
radiogulistan ডট কম নামের একটি ফেসবুক পেইজ থেকে দক্ষিণখান থানার একটি গাড়ি ভাংচুরের ঘটনার লাইভ ভিডিও দেখানো হচ্ছে। ভিডিওটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওটি দেড় বছর আগের বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উওরা জোনের ডিসি মোঃ শহিদুল্লাহ।
তিনি বলেন, এটি আসলে দেড় বছর আগের একটি ভিডিও। ওই ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে ইতোমধ্যে আইনী ব্যবস্থা নেওয়া হয়েছে। বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করছি।
ডিসি মোঃ শহিদুল্লাহ বলেন, কারা, কি উদ্দেশ্যে এ ধরণের একটি পুরনো ভিডিও চালিয়ে গুজব ছড়াচ্ছে সে ব্যাপারে খতিয়ে দেখা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আজ সোমবার (৫ এপ্রিল) সকালে radiogulistan ডট কম নামের একটি ফেসবুক পেইজ থেকে ভিডিওটি লাইভ পোষ্ট করে ক্যাপশন দেওয়া হয়, “লকডাউন এ পুলিশের গাড়ি ভাংচুর।দৃশ্যটি বার বার দেখুন।
আপনার এলাকার যে কোন দুর্নীতি ও নাগরিকদের উপর নির্যাতন হচ্ছে এমন ভিডিও দিন।দেশের সকল মিডিয়া সরকারের দালাল তাই আপনারাই মিডিয়ার ভূমিকা পালন করুন।”
তিন ঘন্টা পয়তাল্লিশ মিনিটের ভিডিওটিতে দেখা যায় শিশুরা দক্ষিনখান থানা পুলিশের গাড়ি ভাংচুর করছে। যা মূহুর্তেই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি অনেককেই বিভ্রান্ত করেছে। দেড় বছর আগে ভিডিওটি যারা দেখেছিলেন তারা বাদে লাইভ লেখা দেখে অনেকেই বিশ্বাস করেছেন ভিডিওটি আজকের বলে।