নিজস্ব প্রতিবেদক: রাজধানীর জাপান গার্ডেন সিটির একটি বাসা থেকে সাবিনা (৩৫) নামে এক গৃহকর্মী ৯৯৯ এ ফোন করেন। ফোন করে তাকে উদ্ধারের কথা জানান। এরপরই মধ্যরাতে বিষয়টি থানা পুলিশকে জানানো হলে পরে তাকে উদ্ধার করা হয়। পরে তাকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেয় পুলিশ আদাবর থানা পুলিশ। মঙ্গলবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।
মধ্যরাতে ৯৯৯-এ সাবিনা ফোন করে তাকে উদ্ধারের কথা বলেন। এ সময় তিনি জানান তার গ্রামের বাড়ি সাতক্ষীরায়। তার স্বামী তাকে ছেড়ে চলে গেছে। দুটি সন্তান গ্রামে বাবার বাড়িতে রেখে এক আত্মীয়ের মাধ্যমে ওই বাসায় কাজ নিয়েছিলেন। কিন্তু তার স্বামীর অত্যাচারে একটি হাত ভেঙ্গে যায়। সেই ভাঙ্গা হাত নিয়েই সাবিনা ওই বাসায় কাজ করতেন। তবে ভারি কাজ তেমন করতে পারতেন না। ভারি কাজ না করতে পারায় বাসার গৃহকর্ত্রী সব সময় তাকে মারধর করেন। তিনি তার বাড়িতে চলে যেতে চান এবং প্রাণে বাঁচতে চান। কিন্তু বাসার লোকজন তাকে বাড়িতে যেতে দিচ্ছেনা, তাকে জোর করে কাজ করায় এমনকি তাকে তার বাচ্চাদের সঙ্গেও ফোনে কথা বলতে দেওয়া হয় না, তার ফোন কেড়ে নেওয়া হয়। তিনি ৯৯৯ এর কাছে তাকে উদ্ধার করে তার জীবন বাঁচাতে এবং বাড়িতে পাঠানোর ব্যবস্থা করতে অনুরোধ জানান।
এ অবস্থায় তাৎক্ষণিকভাবে কলারের সঙ্গে আদাবর থানার ডিউটি অফিসারের কথা বলিয়ে দেওয়া হয়। সংবাদ পেয়ে আদাবর থানার পুলিশের একটি দল অবিলম্বে ঘটনাস্থলে রওনা দেয়। পরে রাত দেড়টায় আদাবর থানার এস আই আনোয়ার ৯৯৯ কে ফোনে জানান তিনি ঘটনাস্থলে গিয়ে কলার গৃহকর্মী সাবিনাকে উদ্ধার করেন এবং ফ্ল্যাট মালিক সমিতির সেক্রেটারির জিম্মায় বুঝিয়ে দেন, তিনি সকাল হলে কলারকে তার বাড়িতে পাঠানোর ব্যবস্থা নেবেন। পরে ৯৯৯ থেকে কলারকে ফোন করা হলে তিনি জানান তিনি তার বাড়িতে পৌঁছে গেছেন, তিনি প্রাণে বেঁচেছেন।