বনানী প্রতিনিধি: রাজধানীর মহাখালী কাঁচাবাজারের পাশে মসজিদ গলি থেকে একটি ড্রামের ভেতর বস্তাবন্দি অবস্থায় হাত-পা কাটা মস্তবিহীন একটি মরদেহ উদ্ধারের কয়েকঘন্টা পরেই মহাখালী বাস টার্মিনাল থেকে হাত-পা উদ্ধার করে পুলিশ।
রোববার (৩০ মে) রাত ৯টায় হাত-পা ও মস্তকবিহীন দেহ ও পরে মহাখালী বাস টার্মিনাল থেকে রাত ১টার দিকে হাত-পা উদ্ধার করে পুলিশ।
পুলিশ ধারণা করছে খণ্ডগুলো একই ব্যক্তির। এরপর থেকে পরিচয় শনাক্তের অনুসন্ধানে নামে পুলিশ। পরে জানতে পারে নিহত ব্যক্তি নাম ময়না মিয়া। রিপোর্ট লেখা পর্যন্ত মাথা খুঁজে পায়নি পুলিশ।
রোববার (৩১ মে) দুপুরে এই বিষয়ে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আযম মিয়া জানান, মহাখালী থেকে খণ্ড মরদেহ উদ্ধারের পর বিস্তারিত অনুসন্ধানের কাজ শুরু করি। পরে মহাখালী বাস টার্মিনাল থেকে বিচ্ছিন্ন হাত-পা পাওয়া যায়। তবে এখনো বিচ্ছিন্ন মাথা পাওয়া যায়নি। সেটা উদ্ধারের কাজ চলছে।
এদিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কিশোর সীল বলেন, কাটা হাতের আঙ্গুলের ছাপ নিয়ে ডাটা সার্ভারে মেলানোর এক পর্যায়ে নিহতের জাতীয় পরিচয়পত্র খুঁজে পাই ফিঙ্গারপ্রিন্ট এর মাধ্যমে। তার নাম ময়না মিয়া। সে মূলত সিলেটের বাসিন্দা। তার দ্বিতীয় স্ত্রীর বাড়ি কিশোরগঞ্জ। তবে সে তার প্রথম স্ত্রী শিল্পীকে নিয়ে ঢাকায় থাকতো বলে আমরা জানতে পেরেছি। শিল্পীকে এখনো খুঁজে পাইনি। এছাড়া তার কিশোরগঞ্জের শ্বশুর বাড়িতে খবর দেওয়া হয়েছে। তারা ঢাকায় আসলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
তিনি আরো বলেন, এর আগে রোববার রাতে বনানী থানা পুলিশ মহাখালী থেকে হাত-পা মাথা কাটা মরদেহ উদ্ধার করে। আমাদের থানা এলাকায় অর্থাৎ মহাখালী বাস টার্মিনাল এলাকায় মরদেহের কাটা হাত পা উদ্ধার করা হয়।
পরে দুই থানার সুরতহাল প্রতিবেদনে নিশ্চিত হওয়া গেছে কাটা হাত পা এবং শরীর একই ব্যক্তির।