বনানী প্রতিনিধিঃ
রাজধানীর মহাখালীতে বেড়েছে মাদক ব্যবসা। হাত বাড়ালেই পাওয়া যায় মাদক। মাদক ব্যবসাকে কেন্দ্র করে প্রতিদিনই ঘটছে সংঘর্ষ, মারামারির ঘটনা। মাদক কারবারিদের বাধা দিলে বা প্রতিবাদ করলে হামলার শিকার হচ্ছেন স্থানীয়রা। মাদক ব্যবসা রোধে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি প্রয়োজন বলে মনে করছেন স্থানীয় লোকজন।
গত শুক্রবার (৭ মে) রাত ৮টার দিকে মহাখালীর ওয়্যারলেস গেট এলাকায় ইয়াবা বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে রাহাত হোসেন রাব্বি, মো. সাব্বির ও অমিতের নাম জানা গেছে। অমিতকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। রাব্বি ও সাব্বির ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন। অবশ্য সংঘর্ষ নিয়ে দু’ধরনের অভিযোগ পাওয়া গেছে। এক পক্ষ বলছে, ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় রাব্বি, সাব্বির ও অমিতের ওপর হামলা হয়েছে। আরেক পক্ষের দাবি, পূর্বশত্রুতার জেরে দু’পক্ষের মধ্যে মারামারি হয়েছে।
স্থানীয় কয়েকজনের দাবি, ওয়্যারলেস গেট এলাকায় স্থানীয় সন্ত্রাসী জসিমের ভাগিনা সুমন ও তার লোকজন ইয়াবা বেচাকেনায় জড়িত। বৃহস্পতিবার রাতে ইয়াবা বিক্রির সময় এলাকার মাদক নির্মূল কমিটির সদস্যরা তাদের বাধা দেন। আর কখনও এলাকায় মাদক বিক্রি না করতেও হুঁশিয়ারি করা হয় মাদক কারবারিদের। এর জেরে শুক্রবার রাতে রিয়াজ উদ্দিন ওরফে রিজু, সুমন, ফারুক, মানিক, রতন, মুকুল হোসেন, মুন্না, খলিল, মিলন, জনি, নয়নসহ ২০-২৫ জন রাহাত হোসেন রাব্বি, সাব্বির ও অমিতসহ পাঁচজনের ওপর দেশি অস্ত্র নিয়ে হামলা চালায়। অমিতের বাঁ হাত ভেঙে যায়। তাকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাব্বি ও সাব্বিরের মাথায় আঘাত লাগে।
স্থানীয় লোকজন জানায়, শুক্রবার রাত ৮টার দিকে মহাখালীর ওয়্যারলেস গেট এলাকায় ব্র্যাক ইউনিভার্সিটি সংলগ্ন মহাখালী কমিউনিটি সেন্টারের সামনে স্থানীয় দু’পক্ষের মধ্যে মারামারি হয়। দীর্ঘদিন ধরে দু’পক্ষের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্দ্ব চলছে। এর জেরেই এই ঘটনা ঘটেছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. নাসির বলেন, সম্প্রতি ওয়্যারলেস গেট এলাকার ‘চ’ ব্লকে স্থানীয় কয়েকজনের ছত্রছায়ায় মাদক বেচাবিক্রি হচ্ছে। বিষয়টি তিনি ইতোমধ্যে থানা পুলিশকে অবহিত করেছেন। ইয়াবা বিক্রিতে বাধা দেওয়া শুক্রবার হামলার ঘটনা ঘটেছে।
জানা গেছে, এই ঘটনায় বনানী থানায় মামলা করেছে আহত রাব্বির পরিবার। অভিযুক্তদের নামে মাদকসহ বিভিন্ন অভিযোগ রয়েছে থানায়।